দিব্যেন্দু মজুমদার, হুগলি: ফের অসম প্রেমের শিকার এক আদিবাসী যুবক৷ ভিন ধর্মের কিশোরীকে ভালোবেসে নিজের জীবন দিয়ে মাসুল গুনলেন প্রেমিক৷ অভিযোগ, প্রেমিকার পরিবারের সদ্যদের অত্যাচারে সহ্য করতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী বছর ১৮-র কার্তিক সাঁতরা নামের এক যুবক৷ বৃহস্পতিবারের এই ঘটনার প্রতিবাদে তারকেশ্বর থানার চাঁপাডাঙা এলাকায় দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কার্তিক একটি কারখানায় কাজ করতেন৷ সম্প্রতি, স্থানীয় ১৬ বছরের এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কার্তিকের৷ উভয়ের প্রেমের সম্পর্ক জানাজানি হতেই শুরু হয় অশান্তি৷ কার্তিকের পরিবার এই প্রেমের সম্পর্ক মেনে নিলেও কিশোরীর পরিবার বেঁকে বসে৷ অভিযোগ, প্রেমিকার পরিবার ক্রমাগত কার্তিককে সম্পর্ক ছিন্ন করার জন্য চাপ দিতে থাকে৷ তার উপর মানসিক নির্যাতন শুরু করে৷ প্রেমিক-প্রেমিকা ভিন ধর্মের হলেও কার্তিকের পরিবার এই সম্পর্ককে মেনে নিয়েছিল৷
মৃতের পরিবারের অভিযোগ, বুধবার রাতে মেয়েটির পরিবারের লোকজন কার্তিককে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে নির্যাতন করা হয়৷ তাঁকে সম্পর্ক ছিন্ন করার জন্য হুমকি দেয়৷ এরপরই মানসিকভাবে ভেঙে পড়ে কার্তিক৷
বৃহস্পতিবার সকালে প্রেমিকার সঙ্গে মোবাইলে কথা বলতে বলতে ঘরের মধ্যেই গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে কার্তিক৷ কার্তিকের মৃত্যুর খবর জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ মৃতের পরিবার ও প্রতিবেশীরা চড়াও হয় মেয়েটির বাড়িতে৷ ঘটনার খবর পেয়ে তারকেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি টহলদারি শুরু করে পুলিশ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.