শঙ্কর রায়, রায়গঞ্জ: ঘরে বন্দি করে তৃণমূল নেতার মাথায় অস্ত্র ঠেকিয়ে বেধড়ক মারধরের অভিযোগ নির্দল কর্মীদের বিরুদ্ধে৷ পঞ্চায়েত বোর্ডের রাশ নির্দল শিবিরে কুক্ষিগত হওয়ার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নতুন করে হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার পন্ডিতপোতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়৷ পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে আক্রান্ত নেতাকে উদ্ধার করে পুলিশ৷ এলাকায় নতুন করে অশান্তি পাকানোর অভিযোগে তিনটি রিভলভার ও প্রচুর বোমা-সহ ২১ জন গ্রেপ্তার করে পুলিশ৷
বোর্ড গঠনকে কেন্দ্র করে শনিবার পন্ডিতপোতা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত সামনে তৃণমূল কর্মীদের সঙ্গে নির্দল সদস্যদের সংঘর্ষ বাঁধে৷ নির্দল কর্মীদের ছোঁড়া বোামার আঘাতে নিহত হন এক রাজনৈতিক কর্মী৷ এরপর এদিন জেলা পরিষদের প্রাক্তন সদস্য তৃণমূল নেতা জাভেদ আক্তারের বিরুদ্ধে ওই সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জামিন-অযোগ্য একাধিক ধারায় মামলা রুজু করে পু্লিশ৷
[হেলমেটবিহীন বাইক চালকদের রাখি পরিয়ে ‘গান্ধীগিরি’, সুরক্ষার পাঠ বিডিও-র]
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকাল সাড়ে আটটা নাগাদ ওই পঞ্চায়েত অফিস সংলগ্ন অমলঝারি বাজারে যান তৃণমূল নেতা মহম্মদ আলি৷ তখন ওই পঞ্চায়েতে নবনির্বাচিত নির্দলের প্রধান রেজা বেগমের স্বামী রসিদ–সহ সাতজনের একটি দুষ্কৃতীদল রীতিমতো অগ্নেয়াস্ত্র নিয়ে মহম্মদ আলির উপর ঝাঁপিয়ে পড়েন। এরপর বাজারের একটি ঘরে বন্দি করে বেধড়ক মারধর করা হয়৷ গোটা ঘটনাটি জানাজানি হতেই তৃণমূলের কর্মীরা লাঠি নিয়ে ঘটনাস্থলে হাজির হন৷ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী৷ এরপর ঘর থেকে তৃণমূল নেতাকে উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে পাঠানো হয়। এলাকায় পুলিশি অভিযান চালিয়ে রিভলভার–সহ মৌলানা মাসিদ নামে নির্দলের এক সমর্থককে পাকড়াও করা হয়। অভিযুক্তকে জেরা করে মোট ২১জনকে জেলে পাঠায় পুলিশ৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এলাকায় পুলিশ ঠিক মতো তদন্ত করলে আরও অনেক অস্ত্র ও বোমার হদিশ মিলবে।
[সুপ্রিম রায় নিরপেক্ষ নয়, মার্কসকে উদ্ধৃত করে বিতর্কিত পোস্ট সিপিএম নেতার]
অন্যদিকে, পন্ডিতপোতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রেজা বেগম হামলা ঘটনার সঙ্গে নির্দলের কোন সম্পর্ক নেই বলে দাবি করেন। তবে, তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত নেতা রেজাউল মাতিনের অভিযোগ, “নির্দলের প্রধানের বিরুদ্ধে ভোট দেওয়ায় মহম্মদ আলির উপর অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে নির্দলের সমর্থকরা।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.