Advertisement
Advertisement
দুর্ঘটনা

দুর্ঘটনায় মৃত্যু ঘিরে রণক্ষেত্র নবদ্বীপ, মারমুখী জনতার ভয়ে ঝোপে আশ্রয় নিল পুলিশ

দীর্ঘক্ষণ কৃষ্ণনগর-নবদ্বীপ লাগোয়া রাজ্য সড়কে বন্ধ ছিল যানচলাচল৷

The situaton worsnes as a boy died run over by the truck in Nabadwip
Published by: Sucheta Sengupta
  • Posted:June 23, 2019 3:13 pm
  • Updated:June 24, 2019 10:51 am

পলাশ পাত্র, তেহট্ট: সাতসকালে নদিয়ার নবদ্বীপ এলাকায় পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু ঘিরে কার্যত রণক্ষেত্র হয়ে উঠল এলাকা৷ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা৷ পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলে, বিক্ষোভকারীদের হাতে বেধড়ক মার খেতে হয় পুলিশকে৷ ঘটনার জেরে দীর্ঘক্ষণ ওই রাজ্যসড়কে যানচলাচল ব্যাহত হয়৷

[আরও পড়ুন: বাঁকুড়ায় সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার দলের অঞ্চল সভাপতি, বিক্ষোভ বিজেপি কর্মীদের]

ঘটনার সূত্রপাত সকাল প্রায় ৮টা নাগাদ৷ নবদ্বীপ থানা এলাকার আনন্দবাস এলাকার বাসিন্দা বছর উনিশের ঝণ্টু মণ্ডল প্রতিদিনের মতো সাইকেল নিয়ে বেরিয়েছিল৷ নিমতলা বাজারে গিয়েছিল পেয়ারা কিনতে৷ এমন সময়ে গৌরাঙ্গ সেতু ও গৌরনগরের মাঝে কৃষ্ণনগর থেকে নবদ্বীপগামী একটি বালিবোঝাই লরি ধাক্কা দেয় ঝণ্টুকে৷ ঘটনাস্থলেই মৃ্ত্যু হয় তার৷ দুর্ঘটনার পরই লরির চালক পালিয়ে যায়৷ এরপরই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা৷

Advertisement

ঝণ্টুর মৃত্যুর প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করে৷ রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে৷ বন্ধ হয়ে যায় যানচলাচল৷ পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে নবদ্বীপ এবং কোতয়ালি থানার পুলিশ যৌথভাবে ঘটনাস্থলে ছোটে৷ পুলিশকেই আক্রমণ করে বসে উত্তেজিত জনতা৷ রীতিমতো মারধর করা হয়৷ বাধ্য হয়ে ঝোপের আড়ালে  লুকিয়ে পড়ে পুলিশ৷ তাতেও রেহাই মেলেনি৷ ঝোপ থেকে টেনে বের করেই তাঁদের ফের মারধর করা হয়৷ চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়৷ আহত হন কয়েকজন পুলিশকর্মী৷

[আরও পড়ুন: ‘কাটমানি’ ফেরত চাওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত নানুর, চলল বোমা-গুলি]

বেশ খানিকক্ষণ এমন পরিস্থিতি চলার পর বাড়তি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রণে আনে৷ আটক করা হয় ঘাতক লরিটিকে৷ যদিও চালক পলাতক৷ বিক্ষোভকারীদের দাবি, রাজ্য সড়কের উপর দিয়ে বালিবোঝাই লরির বেপরোয়া গতি নিয়ন্ত্রণ করতে হবে৷ তা না হলে বারবারই এমন দুর্ঘটনা ঘটবে, প্রাণহানিও হবে৷ পুলিশ তাদের দাবিপূরণের আশ্বাস দিলে, বিক্ষোভ থামে৷ বেলার দিকে স্বাভাবিক হয় পরিস্থিতি৷

দেখুন ভিডিও:

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement