Advertisement
Advertisement
জঙ্গি

বাংলাদেশ থেকে অনুপ্রবেশের সময় খতম জঙ্গি, উত্তরবঙ্গের তিন জেলায় জারি রেড অ্যালার্ট

জেএমবি জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করছিল বলেই অনুমান।

The red alert has been sounded in north bengal's three district by BSF.
Published by: Soumya Mukherjee
  • Posted:July 7, 2019 5:12 pm
  • Updated:July 7, 2019 5:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশ সংলগ্ন উত্তরবঙ্গের তিন জেলার সীমান্তে রেড অ্যালার্ট জারি করল বিএসএফ। শনিবার রাতে মালদহের বৈষ্ণবনগর থানার শোভাপুর সীমান্ত দিয়ে অনু্প্রবেশে চেষ্টা করে জঙ্গিরা। তাদের সঙ্গে বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র ছিল বলেও সূত্রের খবর। কিন্তু, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও বিএসএফের নজরদারির ফলে এই চেষ্টা ব্যর্থ হয়। রাতভর উভয়পক্ষের গুলির লড়াইয়ের ফলে এক জঙ্গি খতম হয় বলেও দাবি করা হয়েছে বাংলাদেশের পক্ষে। এরপরই চরম সতর্কতা জারি করা হয় ওই তিনটে জেলায়।

[আরও পড়ুন- পায়রা চোর সন্দেহে যুবককে বেধড়ক মার আইনজীবীর, শোরগোল তেহট্টে]

সূত্রের খবর, শনিবার রাতে শোভাপুর সীমান্ত থেকে মাত্র কয়েক মিটার দূরে বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলার বাখের আলি এলাকা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে জঙ্গিরা। গঙ্গা দিয়ে অস্ত্র ও গুলি নিয়ে ট্রলারে করে ভারতে প্রবেশের চেষ্টা চালানো হচ্ছিল। বিষয়টি লক্ষ্য করে গুলি চালাতে থাকে বাংলাদেশ বর্ডার গার্ড ও বিএসএফ। এর জেরে রবিবার ভোরে খতম হয় এক জঙ্গি।

Advertisement

গুলির লড়াই শেষ হওয়ার পরে ঘটনাস্থল থেকে ট্রলার ভরতি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়। দু’দেশের গোয়েন্দাদের অনুমান, এই ঘটনার পিছনে জেএমবি জঙ্গিরা রয়েছে। বর্তমানে মৃত জঙ্গির দেহের খোঁজে গঙ্গানদীর চর ঘিরে তল্লাশি চালাচ্ছে ভারত ও বাংলাদেশ। এর জন্য জরুরি ভিত্তিতে একটি বৈঠকও করেছে তারা।

[আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর নাম ভাঙিয়ে সভাধিপতিকে গ্রেপ্তারির হুমকি, কাঠগড়ায় পুরুলিয়ার প্রাক্তন জেলাশাসক]

বিএসএফ ও প্রশাসনের আশঙ্কা, গুলির লড়াইয়ে জখম জঙ্গিরা চিকিৎসার জন্য ভারতে আশ্রয় নিতে পারে। তাই মালদহ, মুর্শিদাবাদ ও ইসলামপুরের সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালকে সতর্ক করেছে প্রশাসন। সাধারণ মানুষকে বিষয়টি সম্পর্কে সচেতন করার জন্য মাইক প্রচারও করা হচ্ছে। কোনও অপরিচিত গুলিবিদ্ধ ব্যক্তিকে দেখলে তৎক্ষণাৎ পুলিশ অথবা বিএসএফ-কে খবর জানাতে আবেদন জানানো হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement