সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: জঙ্গলমহলকে গুরুত্ব দিয়ে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের নতুন ডিভিশনের ঘোষণা করলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ জঙ্গলমহল ডিভিশন ও বেলঘরিয়া- দুর্গাপুরে দুটি ডিভিশন করা হচ্ছে বলে ঘোষণা করেন তিনি৷ শনিবার দুর্গাপুরের সিটি সেন্টারে নিগমের বাস টার্মিনাসের অফিস উদ্বোধন করতে গিয়ে নতুন ডিভিশনের কথা ঘোষণা করেন রাজ্যের পরিবহন ও পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী৷
এদিন দুটি রাত্রিকালীন বাস পরিষেবার উদ্বোধন করেন শুভেন্দু৷ আসানসোল-দুর্গাপুর উন্নয়ন সংস্থা ও এনএসপিসিএলের যৌথ উদ্যোগে ৬০ লক্ষ টাকা ব্যয়ে এই টার্মিনাস তৈরি হয়েছে বলে পরিবহণ দপ্তর সূত্রে খবর৷ জানা গিয়েছে, রাত্রিকালীন বাস পরিষেবা দুর্গাপুর থেকে হলদিয়া ও আসানসোল থেকে হলদিয়ার মধ্যে চলাচল করবে৷ এই বাসগুলিও এদিন সবুজ পতাকা দেখিয়ে উদ্বোধন করেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী, আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান ও বিধায়ক তমোনাশ ঘোষ৷
[টাকা চেয়ে প্রেমিকাকে মারধর, কাঠগড়ায় কলকাতা পুলিশের কনস্টেবল]
পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন বলেন, ‘‘বিগত বাম আমলে বছরে মাত্র ষাট কোটি টাকা লাভ করেছিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম৷ কিন্তু, গত আর্থিক বছরে এই লাভের পরিমাণ দাঁড়িয়েছে ১৭০ কোটি টাকা৷ আগামী বছরে এই লাভের অঙ্ক ২০০ কোটিতে পৌঁছানোই আমাদের লক্ষ৷’’ দূষণ এলাকা বলে পরিচিত আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলে দূষণমুক্ত বাস চালানোর উপর গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ ফলে, সিএনজি চালিত বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে বলেও জানান তিনি৷ তিনি আরও বলেন, এই অর্থবর্ষে এখনও পর্যন্ত এসবিএসটিসি ৭০টি নতুন বাস পাচ্ছে৷ মোট ছ’কোটি ৯৮ লক্ষ টাকা ব্যয়ে হচ্ছে৷ আরও ২০টি নতুন বাস দেওয়া হবে বলেও জানান পরিবহণমন্ত্রী৷
[মেয়ের সম্মান বাঁচাতে গিয়ে ইভটিজারের হাতে আক্রান্ত বাবা]
‘সেভ ড্রাইভ সেফ লাইফ’ প্রকল্পে দুর্গাপুর আসানসোলের জন্য পুলিশকে অর্থ সাহায্য করেছে পরিবহণ দপ্তর৷ এদিন শুভেন্দুবাবু বলেন, “ট্রাফিক ব্যবস্থা উন্নতকরণের জন্য গত অর্থ বছরে দু’কোটি ৯৯ লক্ষ টাকা দেওয়া হয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশকে৷ সিসিটিভি বসানোর কাজে এই অর্থ খরচ করা হয়েছে৷ পুলিশকে রোড ট্রাফিক স্পিড ল্যাডার গান দেওয়া হয়েছে পরিবহণ দপ্তরের তরফে৷ যাতে যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা যায়৷”
ছবি: উদয়ন গুহ রায়৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.