সুতীর্থ চক্রবর্তী : পঞ্চায়েত ভোট কি গতবারের মতো আগস্ট মাসে গড়িয়ে যাবে? সোমবার হাই কোর্টের ডিভিশন বেঞ্চ পঞ্চায়েত মামলাটি ফের সিঙ্গল বেঞ্চে পাঠিয়ে দেওয়ার পর এই জল্পনা তীব্র হয়েছে৷ ডিভিশন বেঞ্চ পঞ্চায়েত ভোট কবে, সেই নিয়ে রায় দিতে অস্বীকার করার পর এখন এটা একপ্রকার নিশ্চিত যে বর্তমান বিজ্ঞপ্তি অনুসারে ভোট আর হচ্ছে না৷ কারণ, সোমবারই ছিল বর্তমান বিজ্ঞপ্তি অনুযায়ী মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন৷ পঞ্চায়েত ভোট প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ আপাতত মঙ্গলবার দুপুর পর্যন্ত বহাল রয়েছে৷ যদি মঙ্গলবার দুপুরে সিঙ্গল বেঞ্চ ভোট সংক্রান্ত কোনও রায় দিয়েও দেয়, তাহলেও নতুন করে ভোটের বিজ্ঞপ্তি হবে বলেই আইনজ্ঞ মহলের ধারনা৷
[ প্রার্থীদের ভোট পর্যন্ত ধরে রাখা যাবে তো? চিন্তায় নাজেহাল বিরোধীরা ]
আইনজীবীরা মনে করছেন, নতুন করে ভোটের বিজ্ঞপ্তি হলে ভোট অনেকটাই পিছোতে হবে৷ কারণ, মনোনয়নের জন্য অন্তত নতুন করে দু’একটি দিন ধার্য করতে হবে৷ তারপরে মনোনয়ন প্রত্যাহারের জন্য আরও চারটি দিন দিতে হবে৷ ১৬ মে থেকে রমজান মাস পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে রমজান মাসের আগে ভোট প্রক্রিয়া শেষ করা একরকম অসম্ভব ব্যাপার৷ রমজান মাসের পর ভোট করতে গেলে তা অনিবার্য ভাবেই জুলাই মাসে গড়াবে৷ যেহেতু, বর্তমান পঞ্চায়েতগুলির মেয়াদ আগস্ট মাস পর্যন্ত রয়েছে, তাই ভোট শেষ পর্যন্ত আগস্ট পর্যন্ত গড়িয়ে গেলে অবাক হওয়ার কিছু নেই৷
[ ‘কে কী রাখবে না তা ব্যক্তিগত ব্যাপার’, সিদ্দিকুল্লা প্রসঙ্গে বাউন্ডারি অনুব্রতর ]
কোর্টের হস্তক্ষেপে ভোটপ্রক্রিয়া চলাকালীন ভোট বন্ধ হয়ে যাওয়ার উদাহরণ দেশে খুব একটা নেই৷ কিন্তু, আমাদের রাজ্যে পঞ্চায়েত ভোটের ক্ষেত্রে সেটাই এখন ভবিতব্য হয়ে দাঁড়িয়েছে৷ আইনজ্ঞমহলের ধারণা, পরিস্থিতি যা তাতে বিকল্প কোনও পথ খুঁজে পাওয়া কঠিন৷ ডিভিশন বেঞ্চ মামলা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চে পাঠিয়েছে৷ সিঙ্গল বেঞ্চ আগামিকাল মামলার শুনানি করবে৷ শুনানির সঙ্গে সঙ্গে যে রায় হবে এমনটা স্পষ্ট নয়৷ স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়িয়ে সিঙ্গল বেঞ্চ শুনানি চালিয়ে যেতে পারে৷ সিঙ্গল বেঞ্চ যেদিনই রায় দিক, সেই রায় যে সবার পছন্দ হবে তেমন নয়৷ কোনও এক পক্ষ ফের ডিভিশন বেঞ্চে যেতেই পারে৷ হাই কোর্টের ডিভিশন বেঞ্চ থেকে মামলা ফের সুপ্রিম কোর্টেও গড়াতে পারে৷ অর্থাৎ, পঞ্চায়েত ভোট নিয়ে মামলাটির কবে নিষ্পত্তি হবে সেটাই এই মুহূর্তে চরম অনিশ্চয়তার মধ্যে৷ মামলার রায় দেখে তবেই পঞ্চায়েত ভোটের পরবর্তী নির্ঘণ্ট তৈরি করা সম্ভব৷ এক কথায়, পঞ্চায়েত ভোট কবে তা সম্পূর্ণ ঝুলে রয়েছে আদালতে৷ মে, জুন, জুলাই না আগস্ট পর্যন্ত ভোট গড়াবে, তা এখন একমাত্র আদালতই বলতে পারবে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.