রাজা দাস, বালুরঘাট: চারমাসে অকল্পনীয়ভাবে দক্ষিণ দিনাজপুরে বেড়েছে নব্য ভোটার। জেলার ঐতিহ্য মুখোশকে ম্যাসকট হিসেবে ব্যবহার করাটাই এই সাফল্যের চাবিকাঠি বলে দাবি জেলা নির্বাচন দপ্তরের আধিকারিকের। প্রাপ্তবয়স্ক হওয়া সকল যুবক যুবতীকে ভোটার করার উদ্দেশ্য এখানে যথাযথ সার্থক বলেই দাবি করা হয়েছে।
জানা গিয়েছে, সকল ভারতীয় নাগরিকের ভোটদানে অংশগ্রহণ করে মতদান করা গণতান্ত্রিক অধিকার। এই অধিকার সার্থক করতে নির্বাচন কমিশন সারাবছর কাজ করে জেলা প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে। তবে সদ্য ১৮ বছর হওয়া যুবক যুবতীদের ভোটারদের তালিকাভূক্ত করার ব্যাপারে সক্রিয়তা অনেকটা বেশি। এই নিয়ে প্রচারাভিযান চালানো হয় জেলা নির্বাচন দপ্তরের পক্ষ থেকে। তবে এসআরইআর (সোশ্যাল সামারি রিভিশন অফ ইলেকট্রোরাল রোল) চালুর আগে নব্য ভোটার ছিল ১৭ হাজার। কিন্তু ১ সেপ্টেম্বর ২০১৮ থেকে ১৪ জানুয়ারি ২০১৯ এই চারমাসে নব্য ভোটারের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৪০ হাজার। ম্যাসকট দ্বারা প্রচারাভিযানের কারণে ব্যাপক হারে নব্য ভোটার বৃদ্ধি পেয়েছে বলেই দাবি জেলার সংশ্লিষ্ট দপ্তরের।
[ জাগ্রত বোল্লা রক্ষাকালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন অর্পিতা ঘোষ ]
দক্ষিণ দিনাজপুর জেলার ওসি ভোটার এওয়ারনেস, মহাধ্যুতি অধিকারী বলেন, জেলায় মোট ভোটার ১২ লক্ষ ৯ হাজার ৭৬৭ জন। এখানে ১৮ থেকে ১৯ বছর বয়সী ভোটারের সংখ্যা ৪০ হাজার। তার মধ্যে ২৩ হাজার নব্য ভোটার হয়েছে গত চার মাসে। মুখোশ ম্যাসকট দ্বারা প্রচারিভিযানের কারণে, ব্যাপক নব্য ভোটার হয়েছে। কেননা এই জেলার ঐতিহ্য মুখোশ শিল্প। সেই শিল্প অর্থাৎ মুখোশকে দক্ষিণ দিনাজপুর জেলার ভোটের ম্যাসকট হিসেবে নেওয়া হয়েছে।
[ সিপিএমের সঙ্গে জোট! সাঁইবাড়ি দিবসের প্রাক্কালে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ কংগ্রেস কর্মীদের ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.