সন্দীপ চক্রবর্তী: আনলক ওয়ানের শুরুতেই একদিনে রাজ্যে করোনার বলি ৮ জন। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৫৩ জনের। আক্রান্তের সংখ্যা ছাড়াল সাড়ে পাঁচ হাজারের গণ্ডি।
ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে জনজীবন। খুলেছে বেশ কিছু অফিস। সংখ্যায় কম হলেও রাস্তায় নেমেছে বাস-অটো-ক্যাব। এই পরিস্থিতিতেই গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃতের সংখ্যা বাড়িয়েছে উদ্বেগ। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮ জনের। যা নিয়ে মোট মৃতের সংখ্যা আড়াইশো পেরিয়েছে। তথ্য বলছে, এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৫৩ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭১ জন। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৫৭৭২। একদিনে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৪৯ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ২৩০৬ জন। অতএব ৩৯. ৯৫ শতাংশ রোগী করোনা জয় করে ঘরে ফিরেছেন।
পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২,০৩,৭৫১ জনের। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা হয়েছে ৯,৪৮০ জনের নমুনা। জানা গিয়েছে, গত একদিন ২০ টি জেলায় কেউ না কেউ আক্রান্ত হয়েছেন, আর এতেই আতঙ্ক গ্রাস করেছে রাজ্যবাসীকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.