Advertisement
Advertisement
Mamata Banerjee

‘উত্তরপ্রদেশে পুলিশ, সাংবাদিকও নিরাপদ নন, বাংলা অনেক ভাল’, মন্তব্য মমতার

আজই মালদহ থেকে কলকাতা ফিরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

The law and order situation in Bengal is very good, said Mamata Banerjee | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:February 11, 2021 1:38 pm
  • Updated:February 11, 2021 2:25 pm

কল্যাণ চন্দ, বহরমপুর: জেলা সফর সেরে কলকাতায় ফেরার পথে বহরমপুরে বারাক স্কোয়্যার ময়দানে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখোমুখি হলেন সাংবাদিকদের। বিরোধীদের অভিযোগ উড়িয়ে বললেন, “বাংলার আইন শৃঙ্খলা অনেক ভাল।”

মঙ্গলবার জেলা সফরে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বর্ধমান, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে কর্মীসভা করেছেন তিনি। মাটি উৎসবের সূচনা করেছেন। মালদহে জনসভা করেছেন। কর্মসূচি শেষে বৃহস্পতিবার কলকাতা ফেরার কথা ছিল তাঁর। পূর্বনির্ধারিত সময়ে বৃহস্পতিবার হেলিকপ্টারে মালদহ (Maldah) থেকে কলকাতার উদ্দেশে রওনা হন মমতা। ফেরার পথে সাড়ে বারোটা নাগাদ বহরমপুরের বারাক স্কোয়্যার ময়দানে নামেন তিনি। সেখানে বেশ কিছুক্ষণ কথা বলেন জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে। এরপর কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। সেই সময় যোগী রাজ্যের পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দেন। বলেন, “যোগীর রাজ্যে শুধু পুলিশ নয়, সাংবাদিক খুন হচ্ছে।” পাশাপাশি বলেন, “বাংলার অবস্থা অনেক ভাল। মুর্শিদাবাদও শান্ত।” এদিন অমিত শাহের (Amit Shah) সফর নিয়ে প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান তৃণমূল সুপ্রিমো। ইতিমধ্যেই কলকাতার উদ্দেশে রওনা হয়েছেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: বাজেট পেশের দিন অনুপস্থিত পুরুলিয়া জেলা পরিষদের একাধিক কর্মাধ্যক্ষ! জল্পনা রাজনৈতিক মহলে]

উল্লেখ্য, একুশের নির্বাচন শিয়রে। সেই কারণে কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছে তৃণমূল (TMC), বিজেপি (BJP) উভয়ই। প্রতিপক্ষকে এক ইঞ্চি জমি ছাড়তেও রাজি নন কেউ। নির্বাচনকে পাখির চোখ করে বারবার রাজ্যে আসছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। অন্যদিকে মুখ্যমন্ত্রীও পৌঁছে যাচ্ছেন বিভিন্ন জেলায়। ইতিমধ্যেই বহু জনসভা করেছেন তিনি। নির্বাচনী রণকৌশল ঠিক করতে বেশ কয়েকটি কর্মীসভাও করেছেন।

[আরও পড়ুন: তৃণমূল কার্যালয় থেকে দিতে হবে স্বাস্থ্যসাথী কার্ড! দাবি না মানায় শ্লীলতাহানির শিকার উপপ্রধান]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement