Advertisement
Advertisement

ধান ক্রয়কেন্দ্রে সাদা পোশাকে পুলিশি নজরদারির নির্দেশ খাদ্যমন্ত্রীর

মালবাজারের মেটেলিতে কিষাণ মাণ্ডি পরিদর্শন মন্ত্রীর।

Food Minister Visits  'Kishan Mandi'
Published by: Kumaresh Halder
  • Posted:December 6, 2018 5:50 pm
  • Updated:December 6, 2018 5:50 pm  

অরূপ বসাক, মালবাজার:  ফড়েরাজ ঠেকাতে ধান ক্রয়কেন্দ্রে সাদা পোশাকে পুলিশ নজরদারি চালাবে৷ প্রকৃত কৃষকদের থেকেই ধান কিনতে হবে৷ জলপাইগুড়িতে ফড়েদের বিরুদ্ধে চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷

[লালগড়ে মৃত রয়্যাল বেঙ্গলের ‘পৈতৃক’ ভিটের সন্ধান পেল বনদপ্তর]

বৃহস্পতিবার মালবাজারের মেটেলি ব্লকের বাতাবাড়ির কিষাণ মাণ্ডি পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ কিষাণ মাণ্ডির  হালহকিকত খতিয়ে দেখেন৷ পরে সাংবাদিক বৈঠকে ধান কেনার বিষয়টি তুলে ধরেন তিনি৷ বলেন, ‘‘জেলায় বিভিন্ন এলাকায় কৃষকদের কাছ থেকে কম দামে ধান কিনে সরকারি ক্রয় কেন্দ্রে গিয়ে তা বেশি দামে বিক্রি করে দিচ্ছে একশ্রেণির ব্যবসায়ীরা৷ আমরা এর আগেও একাধিক অভিযোগ পেয়েছি। কৃষকরা যাতে লাভের মুখ দেখতে পারেন, সেই জন্য বিভিন্ন এলাকায় ক্রয়কেন্দ্র খুলেছে সরকার। কৃষকরা সেখানে সরাসরি গিয়ে ধান বিক্রি করতে পারবেন।’’ খাদ্যমন্ত্রীর আরও বক্তব্য, , ‘‘রাজ্যের কৃষকরা যাতে ভালভাবে থাকতে পারেন, ফসলের সঠিক দাম পান, সেবিষয়ে নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কৃষকদের খাজনাও মকুব করে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তাঁরা যাতে ফসলের ঠিকঠাক দাম পান, তার জন্য সহায়ক মূল্যে ধান কেনার কাজ চলছে৷ কিন্তু, এর মাঝে কিছু  ব্যবসায়ী ঢুকে পড়েছে৷ কিন্তু, আমরা তাঁদের চিহ্নিত করে ব্যবস্থা নেব৷’’ 

Advertisement

[কুখ্যাত দুষ্কৃতী কর্ণ বেরার বন্দুকের ঘায়ে জখম এএসআইয়ের মৃত্যু]

অভিযোগ উঠছে, স্থানীয় বেশ কিছু ব্যবসায়ী, কৃষকদের কাছ কম দামে ধান  কিনে তা সরকারি ক্রয় কেন্দ্রে বেশি দামে বিক্রি করছে৷ আর এতেই মার খাচ্ছে গ্রামীণ অর্থনীতি৷ সরকার ফড়েদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ প্রয়োজনে গ্রেপ্তারিরও নির্দেশ দেন তিনি৷ এবিষয়ে সরকার কোনও রকম আপস করবে না বলে সাফ জানিয়ে দেন খাদ্যমন্ত্রী৷ এদিন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কিষাণ মাণ্ডির কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন৷ পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন নাগরাকাটার বিধায়ক শুক্রা মুণ্ডা, মালের মহকুমা শাসক সিয়াদ এন-সহ খাদ্য দপ্তরের আধিকারিকরা।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement