রাজা দাস, বালুরঘাট: প্রাক্তন নেত্রীর মৃত্যুর ঘটনায় বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি শুভেন্দু সরকারকে গ্রেপ্তার করল পুলিশ। গ্রেপ্তার পর মঙ্গলবার ওই নেতৃত্বকে গঙ্গারামপুর মহকুমার বুনিয়াদপুর আদালতে তোলা হয়। জেলা সভাপতিকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের অভিযোগ তুলে জেলার প্রতিটি ব্লকে রাস্তা অবরোধ করেছে বিজেপি।
জানা গিয়েছে, সোমবার রাতে বালুরঘাট শহরের রঘুনাথপুর বাজার থেকে শুভেন্দুকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাঁকে হরিরামপুর থানায় নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার বিজেপির জেলা সভাপতিকে বুনিয়াদপুর আদালতে তোলা হয়েছে। বুনিয়াদপুরে বিজেপি নেত্রী মৌসুমী মজুমদার আত্মঘাতী হওয়ার পেছনে শুভেন্দু সরকারের প্ররোচনা ছিল। এই অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও এবিষয়ে এখনই সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে চায়নি পুলিশ। তবে বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, মিথ্যা মামলায় জেলা সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। এর প্রতিবাদে জেলার প্রতিটি ব্লকে পথ অবরোধ করেছেন তাঁরা।
[ উপকূলে ফেরার পথে ডুবল কাকদ্বীপের ৩টি ট্রলার, নিখোঁজ ১৯ জন মৎস্যজীবী ]
প্রসঙ্গত, গত জুন মাসের ৫ তারিখ গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির মহিলা মোর্চার প্রাক্তন সহ-সভাপতি মৌসুমী মজুমদার (৪৫)। বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার ও অন্যান্য কর্মীদের উপর মানসিক হেনস্তা ও অপমান করার অভিযোগ ওঠে। এই নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন তাঁর স্বামী প্রদীপ মজুমদার। যদিও সেই সময় শুভেন্দুজানিয়েছিলেন, মৃত্যুতে দলের কেউ জড়িত নয়।
দক্ষিণ দিনাজপুর বংশীহারি থানার শেরপুর এলাকায় ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৌসুমীদেবী বিজেপির সক্রিয় কর্মী হিসেবেই পরিচিত ছিলেন। মাস কয়েক আগে তিনি বুনিয়াদপুর পুর নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু পরবর্তীতে জেলা সভাপতির সঙ্গে মতবিরোধ দেখা দেয় মৌসুমীদেবীর।
[ সভাস্থলে দুর্ঘটনায় পুলিশের ঘাড়েই দায় বিজেপির, কাঠামোয় গলদ পেল ফরেনসিক দল ]
২০১৭ সালের ৩০ নভেম্বর রাতে বংশীহারি ব্লকের বুনিয়াদপুরে দলীয় সভা ছিল। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার-সহ স্থানীয় জেলা নেতৃত্ব। সভা চলাকালীন জেলা সহ-সভাপতি মৌসুমী মজুমদার ‘আমার কিছু বলার আছে’ বলে চেয়ার ছেড়ে এগিয়ে যান। বুনিয়াদপুরের পুরভোট নিয়ে দলীয় সমস্যা বলতে বলতে আচমকা জেলা সভাপতি শুভেন্দু সরকারের গালে চড় মারতে থাকেন বার চারেক। বিশৃঙ্খলার মধ্যে সেদিন রাতের বৈঠক বাতিল হয়ে যায়। এরপরেই বালুরঘাটে জেলা কমিটির বৈঠক বসে। সেখানেই সিদ্ধান্ত হয় জেলা মহিলা মোর্চার সহ-সভাপতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হবে। পরে মৌসুমীদেবীকে বহিষ্কার করা হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.