Advertisement
Advertisement

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, অপরাধ মকুবে আদালতে বিয়ে যুবকের

অপরাধ করলেও প্রেমিককে ‘স্বামী’ রূপেই গ্রহণ করলেন স্ত্রী৷

The accused youth got married in court
Published by: Kumaresh Halder
  • Posted:August 31, 2018 9:53 pm
  • Updated:August 31, 2018 9:53 pm  

সোমনাথ পাল, বনগাঁ: ছিল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ৷ পুলিশের জালে ধরা পড়তেই ১৮০ ডিগ্রি ডিগবাজি যুবকের৷ আইনি ছাড় পেতে আদালত চত্বরেই প্রেমিকাকে বিয়ে করে ‘বাহবা’ পেলেন অভিযুক্ত পুলিশ কর্মী৷ শুক্রবার বনগাঁ আদালত চত্বরেই প্রেমিকাকে সিঁদুর পরিয়ে নিজের অপরাধ কবুল করে ইন্দো-তিব্বতিয়ান বর্ডার পুলিশ কর্মী বিপ্লব সরকার৷ অপরাধ করলেও প্রেমিককে ‘স্বামী’ রূপে গ্রহণ করলেন নির্যাতিতা৷

[মোমোর গুজব ছড়াতে গিয়ে বিপদ, শ্রীঘরে ঠাঁই ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার]

প্রথমে ভালোলাগা৷ তারপর প্রেম৷ পরবর্তীতে প্রেমের টানে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ৷ কিন্তু, বিয়ের প্রতিশ্রুতি পালন না করায় প্রেমিকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন প্রেমিকা৷ থানায় লিখিত  অভিযোগ পেয়ে ইন্দো-তিব্বতিয়ান বর্ডার পুলিশের কর্মী অভিযুক্ত প্রেমিককে গ্রেপ্তার করে বনগাঁ আদালতে পেশ করা হয়৷ কিন্তু, শেষ পর্যন্ত বনগাঁ আদালতে বিচারকের সামনে প্রতারিত প্রেমিকাকে বিয়ে করতে রাজি হওয়ায় শাস্তি মকুব হয় অভিযুক্তের৷ সেই মতো অভিযুক্ত প্রেমিক বিপ্লব সরকার জামিন পেয়েই ছুটে যায় তাঁর প্রেমিকার কাছে৷ শুরু হয় পাত্র ও কনে পক্ষের ব্যস্ততা৷

Advertisement

[রাতে প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ স্ত্রী! দু’জনকেই ধারালো অস্ত্রের কোপ স্বামীর]

দুই পক্ষেই স্থির হয়, আদালত চত্বরেই হবে এই ঘটনার নিষ্পত্তি৷ সেই মতো  বনগাঁ আদালত চত্বর রূপ নেয় ছাদনাতলার৷ টোপর, মালাবদল, সিঁদুর দান, মিষ্টিমুখ সবই চলল ধর্মের বিধান মেনে৷ সাঙ্গ হল বিবাহ পর্ব৷ কিন্তু কাঁটা বিঁধে রইল ভালবাসায়৷ প্রেমের বিয়ে গড়াল আদালতের দরজায়৷ বনগাঁ মহকুমার গোপালনগরে ততক্ষণে শুরু কানাঘুসো৷ আইনের বেড়াজালে আটকেই কি প্রেমিকাকে বিয়ে করতে বাধ্য হল প্রেমিক? এদিন আদালতে বিয়ের অনুষ্ঠানে অভিযুক্ত প্রেমিকের চোখ-মুখে সেই ছাপ ফুটে উঠেছিল স্পষ্ট৷

[বন্যাত্রাণে সাহায্য করলেই মিলছে জামিন, অভিনব নিদান সিউড়ি আদালতের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement