নন্দন দত্ত, সিউড়ি: প্রধান নির্বাচনের আগেই প্রতিপক্ষকে মারধরের অভিযোগ উঠল ময়ূরেশ্বরে৷ অভিযোগ, ময়ূরেশ্বর দু’নম্বর ব্লকের দাসপলশা পঞ্চায়েত সঞ্চালক চাঁদ শেখের ওপর আক্রমণ করে বিরোধী গোষ্ঠীর সদস্যরা৷ গুরুতর আঘাত নিয়ে চাঁদকে আপাতত সাঁইথিয়া থেকে সিউড়ি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে৷
তৃণমূল কর্মী চাঁদের দাবি, নির্দল প্রার্থীরা পরিকল্পনা করে হামলা করেছে৷ তিনি ময়ূরেশ্বর থানায় সাত জনের নামে অভিযোগ দায়ের করেছেন৷ যদিও তাঁর বিপক্ষ দলের শেখ নইমুদ্দিনের দাবি, বাড়ি তৈরির নামে দুর্নীতির অভিযোগ রয়েছে চাঁদের বিরুদ্ধে৷ আর তার জেরেই এই হামলা হয়ে থাকতে পারে বলে দাবি জানিয়েছেন শেখ নইমুদ্দিন৷ যদিও, ব্লক সভাপতি নারায়ণ চন্দ্র বলেন, এর পিছনে প্রধান গঠনের কোনও ভূমিকা নেই৷ এমনকি চাঁদের বিরুদ্ধে বাড়ি তৈরির টাকা নেওয়ার কোনও অভিযোগও নেই৷ তবে, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে৷
প্রজাপাড়ার বিদায়ী পঞ্চায়েত সদস্য চাঁদ শেখ বাসুদেবপুর মোড়ে বাইক থেকে নেমে চা খাচ্ছিলেন। তাঁর অভিযোগ, সে সময় তাঁকে কাঠ নিয়ে অতর্কিতে আক্রমণ করে আরমান শেখ। চাঁদের অভিযোগ, ১৩ সদস্যের এবারের দাসপলশা পঞ্চায়েত দলের মনোনীত প্রার্থীকেই প্রধান মেনে নিয়েছে৷ যা দলের বিক্ষুব্ধদের পছন্দ নয়৷ ফলে, পঞ্চায়েত সঞ্চালক হিসাবে তার ওপরেই এই পরিকল্পিত হামলা৷
[মৃত্যুশয্যায় শ্মশানেই উঠে বসলেন মহিলা, শোরগোল ত্রিবেণী ঘাটে]
নইমুদ্দিন শেখ বলেন, ‘‘চাঁদের বিরুদ্ধে ময়ূরেশ্বরের বিডিওর কাছে বাড়ি তৈরির টাকা নিয়ে নানা দুর্নীতির অভিযোগ জমা পড়েছে। তার জেরে কেউ একটা ছোট গাছের ডাল নিয়ে একটু মেরেছে বলে শুনেছি। আমরা সবাই তৃণমূলের। এর পিছনে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই।’’ যদিও সিউড়ি হাসপাতালে শুয়ে চাঁদের দাবি, তাঁর ডান দিক পক্ষাঘাতে আক্রান্ত। তার ওপর এই আক্রমণের ঘটনা তিনি আর সহ্য করতে পারছেন না৷ তবে, ব্লক সভাপতি নারায়ণ প্রসাদ চন্দ্র জানান, এই হামলার পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই। গোষ্ঠীদ্বন্দ্বের কথা তো দূরে থাক৷ তবে, বিষয়টি দলগতভাবে খতিয়ে দেখবেন বলেও জানান তিনি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.