Advertisement
Advertisement
Ten police official injured in a road accint at Banarhat

মুখ্যমন্ত্রীর সফরের ডিউটি সেরে ফেরার পথে দুর্ঘটনার কবলে পুলিশের গাড়ি, জখম ১০

পুলিশ কর্মী-সহ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই থাকা একটি সাইকেল সারাইয়ের দোকানে ঢুকে যায়।

Ten police official injured in a road accint at Banarhat । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:February 17, 2022 3:00 pm
  • Updated:February 17, 2022 3:06 pm  

শান্তনু কর, জলপাইগুড়ি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) সফরের ডিউটি করে ফেরার পথে দুর্ঘটনার কবলে পুলিশের গাড়ি। লক্ষ্মীপাড়া চা বাগানের কাছে দুর্ঘটনাটি ঘটে। আহত ৯ জন পুলিশ কর্মী-সহ দশজন। আহতদের মধ্যে একজন স্থানীয় বাসিন্দাও রয়েছেন বলেই পুলিশ সূত্রে খবর।

বৃহস্পতিবার দুপুর নাগাদ বানারহাট থানার লক্ষ্মীপাড়া চা বাগান মোড়ে পুলিশ কর্মী-সহ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই থাকা একটি সাইকেল সারাইয়ের দোকানে ঢুকে যায়। সেই সময় সাইকেল সারাইয়ের দোকানে দু’জন ব্যক্তি ছিলেন। পুলিশের গাড়িতে ছিলেন ১০জন পুলিশকর্মী। সেই সময় দুর্ঘটনার কবলে পড়ে ওই গাড়িটি।

Advertisement

[আরও পড়ুন: দৌড় থেমে গেল সত্তরে, প্রয়াত প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত]

দুর্ঘটনায় ৯ জন পুলিশকর্মী-সহ মোট দশজন আহত হন। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে বানারাহাট চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে দু’জন পুলিশকর্মী-সহ একজন স্থানীয় বাসিন্দাকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত সমস্ত পুলিশকর্মী কালিম্পং জেলার বলেই খবর। দুর্ঘটনাগ্রস্ত পুলিশ ভ্যানটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, অনন্ত মহারাজের আমন্ত্রণে সাড়া দিয়ে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে যোগ দিতে গত সোমবারই উত্তরবঙ্গ সফরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বাণেশ্বরের সিদ্ধেশ্বরী এলাকায় চিলা রায়ের ৫১২তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেন তিনি। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুর কারণে এদিনের অনুষ্ঠান কাটছাঁট করেন মুখ্যমন্ত্রী। ওইদিন বিকেল সাড়ে চারটে নাগাদ সংগীত শিল্পীর দেহ শায়িত থাকে রবীন্দ্রসদনে। শেষযাত্রায় মিছিল করা হয়। গান স্যালুটের মাধ্যমে সন্ধ্যা মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানানো হয়। গীতশ্রীর শেষকৃত্যে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে থাকা পুলিশকর্মীরা মুখ্যমন্ত্রীর সফরের সময় নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

[আরও পড়ুন: ফের রাজ্যে বৃষ্টির সম্ভাবনা, জেনে নিন কবে সঙ্গে ছাতা রাখবেন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement