নব্যেন্দু হাজরা: বুধবারও শহরজুড়ে শীতের আমেজ। তবে আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকেই রাজ্যে তাপমাত্রা বাড়ার সম্ভাবনার কথা জানা গিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। সপ্তাহান্তেই নূ্ন্যতম ৪ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় সকালের দিকে কুয়াশা ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও বেড়েছে। সন্ধেয় শীতের আমেজ থাকলেও, ‘অদ্য রজনী’ শেষেই বাড়তে পারে তাপমাত্রা। আগামিকাল থেকে তাপমাত্রা বাড়লে শীতের আমেজ ধীরে ধীরে উধাও হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি কম। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম ছিল। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ পরিমাণ ২৯ থেকে ৯৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোন বৃষ্টিপাত হয়নি। আগামী কয়েক দিনে উত্তর-পশ্চিম ও মধ্য ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা বাড়বে ২ থেকে ৩ ডিগ্রি।
অন্যদিকে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে কাশ্মীরে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও, জম্মু ও কাশ্মীর হিমাচল প্রদেশ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে হাওয়া দপ্তর। আগামী ২৪ ঘণ্টায় শৈত্যপ্রবাহ মধ্যপ্রদেশ ও ওড়িশায়। আসাম, মেঘালয়, মণিপুর-সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েক দিনে বৃষ্টির পূর্বাভাস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সকালের দিকে সামান্য কুয়াশা থাকলেও বেলা বাড়তেই মেঘমুক্ত পরিষ্কার আকাশ। বেলা বাড়ার সঙ্গে তাপমাত্রাও বেড়েছে। বুধবার সন্ধেয় হালকা শীতের আমেজ থাকলেও আগামীকাল থেকে উধাও শীতের আমেজ। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। পরের সপ্তাহেই একেবারে উধাও হতে পারে শীত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.