Advertisement
Advertisement

Weather Update: মাঘের আগেই শীতের বিদায় পর্ব শুরু, কেমন থাকবে আগামী কয়েকটা দিনের আবহাওয়া?

বিস্তারিত জানাল আবহাওয়া দপ্তর।

Temperature likely to rise, weather forecast for early February | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:February 6, 2023 10:15 am
  • Updated:February 6, 2023 10:15 am  

নিরুফা খাতুন: মাঘ মাস শেষ হওয়ার আগেই শীতের বিদায় পর্ব শুরু। এমনটাই আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সেখান থেকেই জানা গিয়েছে, আগামী তিন চার দিনে অন্তত ৪ ডিগ্রি বাড়বে রাজ্যের তাপমাত্রা। দিনভর পরিষ্কার আকাশ থাকলেও সকালে কুয়াশার প্রভাব থাকবে।

Weather

Advertisement

সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৩ থেকে ৯২ শতাংশ। রাজ্যে আগামী চার-পাঁচ দিন শুষ্ক আবহাওয়া থাকবে বলেই হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে। বৃষ্টির কোন সম্ভাবনা আপাতত দক্ষিণবঙ্গে নেই। যদিও উত্তরবঙ্গের পার্বত্য এলাকার দার্জিলিং ও কালিম্পংয়ে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর তার জেরে সেখানে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

[আরও পড়ুন: লক্ষ্য শহর পরিচ্ছন্ন রাখা! জিটি রোডের দু’ধারের দোকান উচ্ছেদের সিদ্ধান্ত আসানসোল পুরনিগমের]

সোমবার মাঘ মাসের ২২ তারিখ। অর্থাৎ এখনও বেশ কয়েকটা দিন বাকি রয়েছে। তবে এবারে মাঘের শীত বাঘের গায়ে কেন মানুষের গায়েও সেভাবে লাগেনি। কয়েকটা দিনের পরিস্থিতি বাদ দিলে, হালকা সোয়েটারেই কাজ চলে গিয়েছে। জানা গিয়েছে, একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে বুধবার রাতে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় আসার কথা।

winter_web

আগামী ২৪ ঘন্টায় জম্মু-কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সাময়িক বিরতি দিয়ে বুধবার থেকে শুক্রবারের মধ্যে আরও এক দফায় বৃষ্টি ও তুষারপাত হবে উত্তর-পশ্চিম ভারতের এই পার্বত্য এলাকা গুলিতে। সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশ, অসম ও মেঘালয়ে। পাঞ্জাব ও উত্তরাখণ্ডে আগামী দু’দিন ঘন কুয়াশার দাপট দেখা যাবে। আর আগামী ২৪ ঘন্টায় কুয়াশার দাপট থাকবে উত্তরপ্রদেশ, বিহার, অসম ও মেঘালয়ে।

[আরও পড়ুন: কখনও স্কুল শিক্ষক, কখনও অধ্যাপক! ‘ভুয়ো’ পরিচয় দিয়ে বিপাকে বর্ধমানের বিজেপি নেতা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement