Advertisement
Advertisement

Breaking News

নির্মল জেলার লক্ষ্যে এবার অভিযানে নামছে ‘তিস্তা’

তিস্তা এবার স্বাস্থ্য-অভিযানের মুখ৷

Teesta river will now work as Clean district drive
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 23, 2016 4:20 pm
  • Updated:November 23, 2016 4:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিস্তা এবার অন্যরূপে৷ সিকিমের সিংখাবার হ্রদ থেকে সমতলে নেমে আসা পাহাড়ি নদী নয়৷ সে এবার স্বাস্থ্য-অভিযানের মুখ৷ জেলার একটি স্বনির্ভর গোষ্ঠীর তৈরি ‘হ্যান্ড ওয়াশ লিকুইড’ প্যাকেটের গায়ে লেপ্টে থাকবে ‘লোগো’ হিসাবে৷

জলপাইগুড়ির জেলাশাসক মুক্তা আর্য জানিয়েছেন, আগামী ১০ই ডিসেম্বর থেকে জেলার সমস্ত স্কুলে স্বাস্থ্যবিধি সপ্তাহ পালন করা হবে৷ খাওয়ার আগে ও পরে হাত ধোয়া, শৌচালয়ের ব্যবহার-সহ বিভিন্ন আচরণ বিধি সম্পর্কে ছেলেমেয়েদের সচেতন করে তোলার জন্যই এই পদক্ষেপ৷ ওই সময় তিস্তা নামে হ্যান্ড ওয়াশ লিকুইড ব্যবহারের ভাবনাচিন্তা চলছে৷

Advertisement

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ময়নাগুড়ির একটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নিজেদের উদ্যোগে এই হ্যান্ড ওয়াশ প্রস্তুত করেন৷ সহজে পরিচিতির জন্য জেলার ‘ল্যান্ডমার্ক’ তিস্তা নদীর নামেই তৈরি সামগ্রীর নামকরণ করেন তাঁরা৷ এর পরই সেটি সামাজিক আন্দোলনে যুক্ত করার প্রয়াস শুরু হয়৷ গোষ্ঠীর পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে ‘তিস্তা হ্যান্ড ওয়াশ’ নির্মল জেলা গড়ে তোলার আন্দোলনে যুক্ত করার প্রস্তাব রাখা হয়৷ প্রশাসনের কর্তারা স্বনির্ভর গোষ্ঠীর উদ্যোগ দেখে খুশি হয়ে কর্মীদের আশ্বস্ত করেন৷

প্রশাসনের এক কর্তা জানিয়েছেন, প্রাথমিকভাবে ঠিক হয়েছে জেলার বিভিন্ন আইসিডিএস সেণ্টার, শিশুশিক্ষা কেন্দ্র-সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে জেলার নিজস্ব তিস্তা হ্যান্ড ওয়াশ পাঠানোর চিন্তাভাবনা চলছে৷ তবে তার আগে দেখে নেওয়া হচেছ সামগ্রীটির কার্যকারিতা৷ তবে গুণাগুণ নিয়ে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা নিশ্চিত৷ তাঁদের দাবি, এতটুকু ফাঁকি নেই কাজে৷

শুধু তাই নয়৷ সামগ্রীতে ত্বকের পক্ষে ক্ষতিকারক কোনও রাসায়নিক যুক্ত করা হয়নি৷ স্বনির্ভর গোষ্ঠীর পক্ষে বাসন্তী বসাক বলেন, “স্বনির্ভর হয়ে ওঠার স্বপ্ন থেকে অনেক খোঁজের পরে হ্যান্ড ওয়াশ তৈরির পরিকল্পনা নেওয়া হয়৷ আমরা আশাবাদী জেলা প্রশাসন আমাদের তৈরি সামগ্রীকে নির্মল জেলা গঠন অভিযানে শামিল করবে৷ এটা হলে শুধু এই গোষ্ঠী উপকৃত হবে না৷ অন্যরা উৎসাহিত হবেন৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement