Advertisement
Advertisement
teacher transfer

নিজের জেলার স্কুলেই এবার নিয়োগ শিক্ষিকাদের

শিক্ষক দিবসে শিক্ষিকাদের জন্য এমনই উপহারের কথা ঘোষণা করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷

Teachers can get transfer to the schools of their own district
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 6, 2016 9:08 am
  • Updated:July 25, 2022 12:51 pm  

স্টাফ রিপোর্টার: স্কুলশিক্ষিকারা এবার থেকে নিজস্ব জেলার স্কুলেই নিয়োগের সুযোগ পাবেন৷ অর্থাৎ যে জেলা থেকে ওই শিক্ষিকা নির্বাচিত হবেন সেই জেলার স্কুলেই পড়ানোর সুযোগ পাবেন৷ সুযোগ মিলবে নিজস্ব জেলার স্কুলে বদলিরও৷ দ্রূত এই নয়া সিদ্ধান্ত কার্যকর করার কথা ভাবছে রাজ্য সরকার৷

সোমবার শিক্ষক দিবসে শিক্ষিকাদের জন্য এমনই উপহারের কথা ঘোষণা করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ ইতিমধ্যেই রাজ্যের কলেজগুলিতে এই প্রক্রিয়া চালু রয়েছে৷ এবার নিজস্ব জেলার স্কুলে শিক্ষিকাদের নিয়োগপত্র দেওয়ার কথা ভাবছে রাজ্য সরকার৷ ভবিষ্যতে শিক্ষকদেরও এমন সুবিধা দেওয়া হতে পারে বলেও এদিন ইঙ্গিত দেন শিক্ষামন্ত্রী৷ এদিন নজরুল মঞ্চে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ‘শিক্ষারত্ন’ প্রদান অনুষ্ঠানে আসেন শিক্ষামন্ত্রী৷ তাঁর কথায়, বাড়ি থেকে অন্য জেলায় গিয়ে চাকরি করা শিক্ষিকাদের পক্ষে খুবই অসুবিধাজনক৷ দীর্ঘ সময় ধরে স্কুলে যাতায়াতের ফলে পড়ুয়াদের পড়ানোর সময়ে তাঁরা ক্লান্ত হয়ে পড়েন৷ বিষয়টি সরকার সহানূভূতির সঙ্গে বিবেচনা করছে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এ বিষয়ে উদ্যোগী হয়েছেন৷ বাড়ির কাছের স্কুলে শিক্ষিকারা নিয়োগের সুবিধা পেলে পড়ুয়ারা উপকৃত হবে৷ শিক্ষিকারাও বাড়ি থেকে যাতায়াত করতে পারবেন৷ কাজও ভাল হবে৷ তবে শুধু শিক্ষিকাই নয়, শিক্ষকদের নিয়োগের ক্ষেত্রেও নয়া নিয়ম চালুর কথা ভাবছে রাজ্য সরকার৷

Advertisement

প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য জানান, প্রাথমিক স্কুলগুলিতে নিয়োগের আবেদনের সময়েই প্রার্থীরা নিজেদের পছন্দের জেলা বেছে নিতে পারেন৷ তিনি যে জেলায় আবেদন জানান সেখানেই নিয়োগ দেওয়া হয়৷ এছাড়াও বদলিতে ইচ্ছুক প্রাথমিকের শিক্ষিকাদের ২০১১ সাল থেকে অগ্রাধিকার দিয়ে বদলির সুযোগ দেওয়া হয়েছে৷ স্কুলশিক্ষা দফতরের এক আধিকারিক জানাচ্ছেন, প্রাথমিকের ক্ষেত্রে পছন্দের জেলায় নিয়োগের সুযোগ ইতিমধ্যেই রয়েছে৷ কিন্তু উচ্চপ্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলিতে নিয়োগের পরীক্ষা নেয় স্কুল সার্ভিস কমিশন৷ ওই পরীক্ষার ক্ষেত্রে জেলাভিত্তিক আবেদন জানানোর সুযোগ নেই৷ আবেদন জানাতে হলে জোনভিত্তিক আবেদন জানাতে হয়৷ এক একেকটি জোন বেশ কয়েকটি জেলা নিয়ে ভাগ করা থাকে৷ সেক্ষেত্রে নিজের জেলায় চাকরির সুযোগ কম রয়েছে৷

স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে এই নয়া নিয়ম কার্যকর হলে শিক্ষকরা বিশেষ উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement