Advertisement
Advertisement

Breaking News

রঘুনাথপুরে গুলিতে হত স্কুল শিক্ষক, খুনের কারণ ঘিরে ধোঁয়াশা

তদন্তে নেমেছে পুলিশ৷

Teacher shot dead in Purulia

ছবি: প্রতীকী।

Published by: Kumaresh Halder
  • Posted:November 24, 2018 12:43 pm
  • Updated:November 24, 2018 12:43 pm  

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: গুলিবিদ্ধ হয়ে স্কুল শিক্ষকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার রঘুনাথপুরে৷ জানা যায়, রঘুনাথপুর থানার বারিকবাঁধ এলাকার বাসিন্দা তথা রঘুনাথপুরের ঝান্ডাপাড়া স্কুলের শিক্ষক চিন্ময় মণ্ডল শুক্রবার রাতে স্কুলের খেলার সামগ্রী কিনে বাড়ি ফিরছিলেন৷ অভিযোগ, বাড়ি ফেরার পথে ওই শিক্ষকের পথ আটকে খুব কাছ থেকে গুলি চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা৷ গুলি লাগে বাঁদিকের চোখে৷ দুষ্কৃতীদের ছোঁড়া গুলির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন শিক্ষক৷ ঘটনাস্থলেই  মৃত্যু হয় তাঁর৷ খবর দেওয়া হয় রঘুনাথপুর থানার পুলিশকে৷ খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যায় পুলিশ৷ পরে মৃতদেহ উদ্ধার করে স্থানীয় রঘুনাথপুরের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখান থেকে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে পাঠানো হয় শিক্ষকের দেহ৷

[খুনের হুমকি দিচ্ছেন থানার আইসি! অভিযোগে সরব মহকুমা শাসক]

মৃত চিন্ময় মণ্ডলের স্ত্রী পাপিয়া মণ্ডল রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নার্সের পদে কর্মরত৷ তিনি বলেন, ‘‘কারও সঙ্গে তাঁর কোনওরকম শত্রুতা ছিল না৷ কিন্তু হঠাৎ করেই কীভাবে এমন ঘটে গেল ভাবতে পারছি না৷’’ তিনি এদিন বলেন, ‘‘ঘটনায় যে বা যারাই জড়িত হয়ে থাক না কেন, যেন সঠিক তদন্ত হয়ে উপযুক্ত শাস্তি পায়৷’’ কিন্তু, হঠাৎ কেন শিক্ষককে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা? পুরনো কোনও শত্রুতা থেকেই কি এই ঘটনা? নাকি, ভুল টার্গেটের শিকার? দুষ্কৃতীদের কোনও লুটের উদ্দেশ্য ছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ৷ তবে, ঘটনার পিছনে প্রণয় সংক্রান্ত কোনও ঘটনা রয়েছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ৷ মৃত শিক্ষকের সহকর্মীদের জিজ্ঞাসাবাদও করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ শিক্ষকের মোবাইল ও সোশ্যাল মিডিয়ায় উঁকি দিয়ে ঘটনার কিনারা করতে তৈরি পুলিশ আধিকারিকরা৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement