Advertisement
Advertisement

আর্থিক তছরুপের অভিযোগ, সহকারী শিক্ষককে আটকে বিক্ষোভে পড়ুয়ারা

টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে অভিযুক্ত।

Teacher-in charge of Jemuya bhaduya school enclosed in school by students
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 24, 2019 5:01 pm
  • Updated:September 24, 2019 5:25 pm

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: আর্থিক তছরুপের অভিযোগ উঠল স্কুলের প্রাক্তন টিচার ইনচার্জের বিরুদ্ধে। বর্তমানে স্কুলের সহ-শিক্ষক অভিযুক্ত ব্যক্তি। আর্থিক দুর্নীতির প্রতিবাদে সোমবার বিকেলে স্কুলের প্রধান শিক্ষক-সহ প্রাক্তন টিচার ইনচার্জকে আটকে রেখে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। চাপে পড়ে ভুল স্বীকার করে টাকা ফেরতের আশ্বাস দিল অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠে। এদিনের ঘটনার অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি অভিযুক্ত টিচার ইনচার্জ।

[আরও পড়ুন: বাড়ি ফাঁকার থাকার সুযোগে ভাইয়ের স্ত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ভাসুর]

জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠে ২০১৪ সাল থেকে টানা পাঁচ বছর টিচার ইনচার্জের দায়িত্বে ছিলেন বামাকালী মণ্ডল। চলতি বছর জুলাই মাসে স্কুলে নতুন প্রধান শিক্ষক নিয়োগ হয়। তারপরই ফাঁস হয় আর্থিক দুর্নীতির বিষয়টি। স্কুল সূত্রে জানা গেছে, টিচার ইনচার্জ থাকাকালীন বামাকালী মণ্ডল স্কুলের পঞ্চম থেকে দশম শ্রেণির ছাত্র-ছাত্রীদের কাছ থেকে স্কুল ফি বাবদ ২৫০ টাকা নিতেন। অভিযোগ, এই টাকার মধ্যে ৭৫ টাকা স্কুলের খাতে জমা হলেও বাকি টাকার কোন হিসাব নেই। আবার একাদশ থেকে দ্বাদশ শ্রেণির জন্যে বছরে স্কুল ফি বাবদ ৪৫০ টাকা নেওয়া হলেও ৩৭৫ টাকার কোনেও হিসাব পাওয়া যায়নি। সব মিলিয়ে মোট ৯ লক্ষ ৩৩ হাজার টাকার কোনও হদিশ নেই বলেই অভিযোগ স্কুল কর্তৃপক্ষের। দায়িত্ব নিয়েই প্রধান শিক্ষক জয়নুল হক বামাকালী মণ্ডলকে হিসাব দাখিল করতে বলেন। চাপে পড়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধেই অনৈতিকভাবে প্রধান শিক্ষক হওয়ার অভিযোগ তুলে বিভিন্ন মহলে লিখিত অভিযোগও করেন অভিযুক্ত টিচার ইনচার্জ। আর্থিক দুর্নীতির ছবি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফুঁসতে শুরু করে ছাত্র-ছাত্রীরাও।

Advertisement
school-2
হাসপাতালে অভিযুক্ত

এরই মধ্যেই ৫ অগাষ্ট থেকে স্কুলে আসা বন্ধ করে দেন প্রাক্তন টিচার ইনচার্জ অর্থাৎ বর্তমান সহকারি শিক্ষক বামাকালীবাবু। এরপর সোমবার স্কুল ছুটির পর বামাকালী বাবু স্কুলে আসতেই পড়ুয়ারা তাকে চেপে ধরেন। আটকে রাখা হয় সমস্ত শিক্ষক-শিক্ষিকাদেরও। সবার সামনে চাপে পড়ে বামাকালীবাবু ধীরে ধীরে টাকা ফেরতের লিখিত আশ্বাস দেন। স্কুলের প্রধান শিক্ষক জয়নুল হক বলেন, “প্রাক্তন টিচার ইনচার্জের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। আমি স্কুলের প্রশাসক,পরিদর্শক ও মহকুমাশাসককের কাছে অভিযোগ করেছি। তারা তদন্ত করে দেখুক।” জেমুয়া ভাদুবালা বিদ্যাপিঠের প্রশাসক শুধাংশু চক্রবর্তী জানান, “এই ধরনের একটা অভিযোগ এসেছে। আমি আমার উচ্চ কর্তৃপক্ষকে পুরো বিষয়টি জানাচ্ছি।” এদিকে মঙ্গলবারই শারীরিক অসুস্থতার দোহাই দিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভরতি হয়েছেন বামাকালী মণ্ডল।

ছবি: উদয়ন গুহরায়

[আরও পড়ুন:ত্রুটিপূর্ণ নথি, এনআরসি আতঙ্কে একইদিনে উত্তরবঙ্গে আত্মঘাতী ২]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement