Advertisement
Advertisement

Breaking News

Mid day Meal

মিড-ডে মিলের খাবার চুরির অভিযোগ, হাতেনাতে ধরা পড়লেন শিক্ষক

তাঁকে স্কুলের মধ্যে আটকে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা।

Teacher harrassed allegedly theft potatoes for mid day meal in Bongaon | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:September 28, 2023 9:26 pm
  • Updated:September 28, 2023 9:46 pm  

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: স্কুলের মিড ডে মিলের (Mid Day meal) চাল, আলু, সবজি চুরির অভিযোগ উঠল স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে৷  স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য বরাদ্দ মিড ডে মিলের আলু চুরি করে বাড়ি নিয়ে যাওয়ার পথে হাতে নাতে ধরা পড়লেন শিক্ষক। তাঁকে স্কুলেই আটকে রেখে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বনগাঁ (Bongaon) থানার গাড়াপোতা কমলা পুর প্রাইমারি স্কুলে। অভিযুক্ত স্কুল শিক্ষকের নাম প্রণবচন্দ্র দে। দীর্ঘদিন ধরেই তিনি ওই স্কুলে শিক্ষকতা করেন।

বাসিন্দারা জানিয়েছেন এদিন দুপুরে স্কুল থেকে প্যাকেট ভর্তি আলু (Potatoes) নিয়ে যাওয়ার সময় গ্রামবাসীরা তাকে দেখে ফেলে ৷ হাতে নাতে ধরে ফেলেন। এরপরই উত্তেজিত বাসিন্দারা ওই শিক্ষককে স্কুলে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন। অভিযোগ, ওই শিক্ষক আগেও স্কুল থেকে জিনিস চুরির করেছেন ৷ অভিযুক্ত স্ত্রী তৃণমূলের পঞ্চায়েত সদস্যা। সে কারণে শাসকদলের একাধিক ব্যক্তির মদত রয়েছে ওই শিক্ষকের পিছনে।

Advertisement

[আরও পড়ুন: চাকরির নামে কোটি টাকার প্রতারণা, চেয়ারে বসিয়ে মার জেলা প্রাক্তন শিক্ষা কর্তাকে!]

দীর্ঘ সময় ধরে বিক্ষোভ। এর পর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনগাঁ থানার বিশাল পুলিশ বাহিনী ৷ শিক্ষককে স্কুল থেকে উদ্ধার করে নিয়ে যান৷ অভিযুক্ত শিক্ষক প্রণব দে  অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

[আরও পড়ুন: ধার্য শপথের দিনক্ষণ, ফের ধূপগুড়ির বিধায়ককে চিঠি রাজ্যপালের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement