Advertisement
Advertisement

Breaking News

South Dinajpur

ছাত্রীকে দিয়ে জুতো পরিষ্কার করালেন শিক্ষিকা! স্কুল ঘিরে বিক্ষোভ অভিভাবকদের

'এত ভেবে কিছু বলিনি', অভিভাবকদের বিক্ষোভের মুখে পড়ে নিজের 'অপরাধ' লঘু করতে মরিয়া শিক্ষিকা!

Teacher allegedly forced Class IV student to wash her shoe in South Dinajpur, raises controversy
Published by: Sucheta Sengupta
  • Posted:October 26, 2024 6:36 pm
  • Updated:October 26, 2024 6:54 pm

রাজা দাস, বালুরঘাট: ছোটদের জীবনশিক্ষার প্রথম ধাপ হল স্কুল। পাঠশালায় গিয়ে তো শুধু লেখাপড়া নয়, সামগ্রিকভাবে জীবনের নানা খুঁটিনাটি শেখা হয়। তাই শিক্ষক বা শিক্ষিকার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেদিক থেকে দক্ষিণ দিনাজপুরের লস্করপুর প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা যা করলেন, তা নিতান্তই লজ্জাজনক। চতুর্থ শ্রেণির ছাত্রীকে দিয়ে নিজের জুতো পরিষ্কার করালেন তিনি! অভিযোগ এমনই। আর সেই অভিযোগে অভিভাবকরা স্কুলে বিক্ষোভ দেখান। যদিও যাঁর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ, সেই শিক্ষিকার মতে, বিষয়টি এমন কিছু নয়। সামগ্রিক ঘটনা খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বিদ্যালয়ের আধিকারিকরা।

ঘটনা ঠিক কী? জানা গিয়েছে, শুক্রবার বিকেলে লস্করপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ত্রিনয়নী সাহা কুণ্ডুর জুতোয় চতুর্থ শ্রেণির ওই ছাত্রীর জুতো লেগে যায়। ছাত্রীর জুতোয় নোংরা লেগে ছিল, তা লেগে যায় শিক্ষিকার জুতোতেও। তাতে রেগে অগ্নিশর্মা হয়ে ওঠেন শিক্ষিকা। ছাত্রীকে দিয়েই নিজের জুতো পরিষ্কার করান। এই ঘটনা জানাজানি হতেই অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে ওঠে। শনিবার সকালে স্কুল শুরু হতেই অভিভাবকরা একজোট হয়ে ওই স্কুল ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। ওই শিক্ষিকার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান অভিভাবকরা।

Advertisement

বিষয়টি নিয়ে শিক্ষিকা ত্রিনয়নীর সাফাই, ”এত ভেবে কিছু বলিনি। ওর জুতোয় নোংরা ছিল। পাশেই আমার জুতোটা রাখা ছিল। তাতেও নোংরা লেগে যায়। আমি তাই ওকে বলি, তোর জুতো যখন ধুবি, আমারটাও ধুয়ে দিবি। এটাই হয়েছে।” শিক্ষিকার এহেন আচরণের বিরুদ্ধে অভিভাবকরা স্কুলে বিক্ষোভে দেখাচ্ছেন, শনিবার এই খবর পেয়ে হিলি থানার পুলিশ ও হিলি স্কুল পরিদর্শকের প্রতিনিধিরা সেখানে পৌঁছন। প্রশাসনিক আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়ে স্কুলের পঠনপাঠন শুরু হয়। তবে অভিভাবকরা স্কুলের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দাবি জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement