Advertisement
Advertisement

Breaking News

রাতের অন্ধকারে খুন হলেন চা-বাগানের ম্যানেজার

চা-বাগানে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে খুন করে পালিয়ে গেল দুষ্কৃতীরা৷

Tea estate manager brutally murdered
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 5, 2016 7:06 pm
  • Updated:September 5, 2016 7:11 pm  

 

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি:  রাতের অন্ধকারে জলপাইগুড়ির রাজগঞ্জের ভাণ্ডিরবাড়ি এলাকার একটি চা-বাগানে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে খুন করে পালিয়ে গেল দুষ্কৃতীরা৷ সকালে খবর পেয়ে রাজগঞ্জ থানার পুলিশের ও  জেলা পুলিশের পদস্থ কর্তারা ঘটনাস্থলে ছুটে যান৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মৃতের নাম গণেশ ঠাকুর (৫৫)৷ ভাণ্ডিরবাড়ি এলাকায় ৯০ একরের একটি চা-বাগানে দীর্ঘদিন ধরে বিহারের ওই বাসিন্দা  ম্যানেজার পদে কর্তব্যরত ছিলেন৷ যদিও কি কারণে এই খুন তা নিয়ে পুলিশ এখনও অন্ধকারে৷

Advertisement

দুষ্কৃতীদের চিহ্নিত করতে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছে পুলিশ কুকুর৷ চা-বাগানের কর্মীদের জিজ্ঞাসাবাদও করছে পুলিশ৷ সম্প্রতি তাঁর সঙ্গে কারও কোনও গন্ডগোল হয়েছে কি না–এই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে৷  নৈশপ্রহরীর বয়ান থেকে জানা গেছে, রবিবার রাতে বেশ কয়েকজন বাগানে আসে৷ ম্যানেজারের ঘরের সামনে গিয়ে তাঁকে ডাকাডাকি করে৷ কিন্তু এরপর ঠিক কি হয়েছিল তা পরিষ্কার নয়৷ পুলিশের অনুমান বহিরাগত কেউ এই খুনের ঘটনায় জড়িত৷ কিন্তু কী কারণে এই খুন সবটাই তদন্ত করে দেখা হচ্ছে বলে জলপাইগুড়ির ডিএসপি সদর মানবেন্দ্র দাস জানিয়েছেন৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement