Advertisement
Advertisement

তাপস-সুদীপকে মুখোমুখি বসিয়ে জেরার ভাবনা সিবিআইয়ের

তাপসের পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও নজর রাখছে সিবিআই৷

tapas paul denied bail sent to 3 days cbi custody
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 3, 2017 7:19 pm
  • Updated:January 3, 2017 9:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে যখন রোজভ্যালি কাণ্ডে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেরা করছে সিবিআই, অন্যদিকে অপর সাংসদ তাপস পালকে মঙ্গলবার ভুবনেশ্বর আদালতে তোলার কথা ছিল৷ কিন্তু খুব আশ্চর্যভাবে নিজের চাল পরিবর্তন করল সিবিআই৷ সুদীপের গ্রেপ্তারির পরই তাপসকে আদালতে তোলা হয়। মঙ্গলবার বিকেল নাগাদ তাপস পালকে আদালতে পেশ করা হয়৷ সিবিআই আরও তিনদিনের হেফাজত চায়৷ আদালত তা মঞ্জুর করে৷ সিবিআইয়ের তরফ থেকে দুই সাংসদকে একসঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে বলেও মনে করছে বিশেষজ্ঞমহল৷

অন্যদিকে মঙ্গলবার রাতেই ভুবনেশ্বর নিয়ে যাওয়া হবে সাংসদ তাপস পালকে৷ এদিন সিজিও কমপ্লেক্সে রোজভ্যালি সংক্রান্ত বিষয়ে সাংসদকে জিজ্ঞাসাবাদ করা হয়৷ রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর সঙ্গে তাঁর সম্পর্ক এবং আর্থিক লেনদেন সম্পর্কেও সাংসদকে প্রশ্ন করা হয় এদিন৷ সিবিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে সব প্রশ্নের সঠিকভাবে উত্তর দেননি সুদীপ৷ উল্টে বহু ক্ষেত্রে তিনি সিবিআইয়ের প্রশ্ন এড়িয়ে গিয়েছেন বলেও জানা গিয়েছে৷

Advertisement

পাশাপাশি, ভুবনেশ্বরেও সাংসদ তাপস পালও তদন্তে বিশেষ সাহায্য করছেন না বলে জানিয়েছেন সিবিআই আধিকারিকরা৷ একদিকে যখন গতকাল পর্যন্ত তিনি বলেছিলেন আদালতে গিয়ে বহু রহস্যের পর্দা ফাঁস করবেন অন্যদিকে মঙ্গলবার তিনি প্রায় কোনও কথাই বলেননি৷ জানিয়েছেন, গোটা ঘটনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত৷ আগে যখন তিনি রোজভ্যালি কাণ্ডে বিজেপি নেতৃত্বদের গ্রেপ্তারির কথা বলছিলেন, এদিন তিনি সেই বিষয়েও কোনও মন্তব্য করতে চাননি৷

তাপসের পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও নজর রাখছে সিবিআই৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement