Advertisement
Advertisement
Tapan Kandu Murder Case

Tapan Kandu Murder Case: ঝালদার নিহত কাউন্সিলরের ছেলেকে এবার প্রাণনাশের হুঁশিয়ারি, কাঠগড়ায় তৃণমূল কর্মী

তপন কান্দু হত্যাকাণ্ডের এফআইআরে নাম রয়েছে অভিযুক্ত তৃণমূল কর্মী ভীমের।

Tapan Kandu Murder Case: TMC Worker Accused of Threatening the Son of Dead Councillor at Jhalda, Purulia | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:April 24, 2022 2:20 pm
  • Updated:April 24, 2022 2:28 pm  

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: ঝালদার নিহত কাউন্সিলর তপন কান্দু হত্যাকাণ্ডের (Tapan Kandu Murder Case) তদন্তে নয়া মোড়। এবার হুমকির মুখে তাঁর ছেলে দেব কান্দু। অভিযোগ, শনিবার সকালে দেব বাজার যাওয়ার সময় এলাকার ভীম তিওয়ারি নামে এক ব্যক্তি তার পথরোধ করে দাঁড়ায়। বিপদের হুমকি দেয়। এরপর আর ঝুঁকি না নিয়ে দেব ঝালদা থানায় গিয়ে ভীমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ভীম এলাকার তৃণমূল (TMC) কর্মী বলে পরিচিত। পুরসভার নির্বাচনের সময় তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করেছিলেন। পুলিশের কাছে দেব কান্দু নিরাপত্তার আবেদন জানিয়েছেন। শুরু হয়েছে তদন্ত।

দেব কান্দুর দায়ের করা এফআইআর

ঘটনার সূত্রপাত শনিবার সকালে। ঝালদা (Jhalda) থানায় দায়ের করা এফআইআরে তপন কান্দুর বছর উনিশের ছেলে জানিয়েছেন, সকাল সাড়ে ৯টা নাগাদ তিনি বাজারে যাচ্ছিলেন। সেসময়ই ভীম তাঁকে হুঁশিয়ারির সুরে সতর্ক হওয়ার কথা বলে, নাহলে বিপদ থেকে বাঁচা যাবে না। দেব কান্দুর আরও অভিযোগ, তাঁর বাবা অর্থাৎ কংগ্রেস কাউন্সিলর (Congress Councilor) তপন কান্দুকে খুনের পিছনে ভীমের যোগসাজশ রয়েছে। এই অবস্থায় ছেলেকেও প্রাণনাশের হুমকি (Threat) দেওয়ার ঘটনায় আতঙ্কিত পরিবার। ভীমকে ‘সমাজবিরোধী’ অ্যাখ্যা দিয়ে পুলিশের কাছে যথাযথ শাস্তির আবেদন জানিয়েছেন দেব। তাঁর কথায়,  ”বাবার খুনের ঘটনার সঙ্গে যুক্ত ভীম তিওয়ারি। এখনও উনি আমাদের ধারাবাহিকভাবে হুমকি দিয়ে যাচ্ছেন।”

Advertisement

[আরও পড়ুন: রোজ ২০ হাজার কোটির ডিজিটাল লেনদেন হচ্ছে দেশে, ‘মন কি বাতে’ ক্যাশলেসে জোর মোদির]

প্রসঙ্গত, ভীম তিওয়ারি ঝালদা পুর এলাকার ১২ নং বাসিন্দা। এই ওয়ার্ডের কাউন্সিলরই ছিলেন তপন কান্দু। ভীম সক্রিয় তৃণমূল কর্মী বলে পরিচিত। তপন কান্দুর মৃত্যুর পর তাঁর স্ত্রী পূর্ণিমা জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছিলেন, তাতে ভীমের নাম ছিল। গত পুরভোটে পূর্ণিমা দেবীর বিরুদ্ধে প্রার্থী ছিলেন তৃণমূলের রাগিনী সাউ। ভীম তাঁর হয়ে প্রচারে প্রথম সারিতেই ছিলেন। এর আগে তদন্ত চলাকালীন রাজ্য পুলিশের গঠিত সিট বেশ কয়েকবার ভীমকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল| পরে সিবিআইয়ের তলবও পেয়েছিলেন ভীম। ঝালদা এলাকার মানুষের কাছে ভীম জমির দালাল হিসাবেই বেশি পরিচিত। এঁর বিরুদ্ধেই এবার উঠল নিহত কংগ্রেস কাউন্সিলরের ছেলেকে হুমকি দেওয়ার অভিযোগ। জেলা পুলিশ সুপার  এস সেলভামুরুগন জানিয়েছেন, ”এই ঘটনায় সুনির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে।”

[আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা মামলাতেও CBI হাজিরায় ‘না’! CGO কমপ্লেক্সে যাচ্ছেন না অনুব্রত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement