Advertisement
Advertisement

Breaking News

এবার অনলাইনে বুকিং করা যাবে ‘তন্তুজ’ শাড়ি, তাঁতিদের জন্য বিশেষ শিবির

খুশি গঙ্গারামপুরে কয়েক হাজার তাঁত শিল্পী৷

Tantuja Saree will now be available online
Published by: Kumaresh Halder
  • Posted:August 25, 2018 4:51 pm
  • Updated:August 25, 2018 4:51 pm  

রাজা দাস, বালুরঘাট: অনলাইনেই এবার থেকেই কেনাকাটা করা যাবে তন্তুজের শাড়ি। রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা তন্তুজকে তুলে ধরতে গঙ্গারামপুরে একটি প্রচার ও বিপণনমূলক শিবিরের আয়োজন করা হয়। দুর্গোৎসবকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর প্রয়াসকে তুলে ধরা হয় সেখানে।

[বাঁকুড়ায় জোড়া পথদুর্ঘটনায় মৃত ৩]

জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলায় গঙ্গারামপুরে রয়েছে বিখ্যাত তাঁত শিল্প৷ সেখানকার কয়েক হাজার মানুষ এই শিল্পে জড়িত৷ গঙ্গারামপুর তাঁত শিল্পকে উৎসাহিত করতে পুর-কর্তৃপক্ষকে উদ্যোগে ‘তন্তুজ’-এর শিবিরের আয়োজন বলে জানা গিয়েছে৷ এদিন দেবীকোট ভবনে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র ও তন্তুজের মার্কেটিং ম্যানেজার সহ অনান্যরা৷

Advertisement

[ভুটান থেকে সোনা পাচারের পর্দাফাঁস, ৬ কোটির বাট-সহ গ্রেপ্তার দুই ভাই]

শিবিরে, অনলাইন কেনাকাটার বিষয়গুলি উত্থাপিত করা হয়৷ এদিনের এই শিবিরে কীভাবে গ্রাহকরা অনলাইনে শাড়ি কিনতে পারবেন তাও দেখানো হয়৷ অনলাইনে শাড়ি কেনাকাটা করলে ক্রেতাদের কাছে পৌঁছে দেবে তন্তুজ৷ এছাড়া রাজ্য সরকারের অধীনস্থ এই সংস্থা হাত ধরে গঙ্গারামপুরের শিল্পীদের এগিয়ে নিয়ে যেতে পরিকল্পনার দিকগুলিও তুলে ধরা হয়৷

[পঞ্চায়েতের বোর্ড গঠনকে ঘিরে উত্তপ্ত ইসলামপুর, মৃত এক]

গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র জানান, দীর্ঘদিন ধরে লোকসানে চলতে থাকা তন্তুজ প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই প্রতিষ্ঠানটিকে বাঁচাতে উদ্যোগী হন৷ সেই উদ্যোগের ফলস্বরূপ বিগত বছরে ১২ কোটি মুনাফা করে প্রতিষ্ঠানটি৷ শাড়ির নকশায় পরিবর্তন আনতে শিল্পীদের সঙ্গে নিজে কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁর পরিকল্পিত নকশা করা শাড়ি শারদ উৎসবের মরশুমে বাজারে আসতে চলেছে৷ অনলাইনে কেনাকাটার পরিকল্পনায় আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে৷ গঙ্গারামপুরে কয়েক হাজার তাঁত শিল্পীদের জন্য এই শিবির অত্যন্ত গুরুত্ব বলে মনে করছে জেলা প্রশাসন৷

[প্রসবের সময় চিকিৎসকের হাতে ছিন্ন সদ্যোজাতর মাথা, মৃত্যু প্রসূতির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement