Advertisement
Advertisement

Breaking News

কালীকে রক্ত দিতে শিশুর আঙুল কাটল তান্ত্রিক

সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে ধনেখালি থানার বিষ্ণুপুর গ্রামে৷

Tantrik Attempts To Sacrifice Chil's Finger To Goddess Kali
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 5, 2016 10:48 am
  • Updated:July 5, 2016 11:17 am  

নিজস্ব সংবাদদাতা: কালী ঠাকুরের বিগ্রহকে রক্ত পান করানোর নামে সাত বছরের এক শিশুর আঙুল কাটল তান্ত্রিক৷ বিষয়টি নজরে আসতেই ওই তান্ত্রিককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় এলাকার মানুষ৷ সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে ধনেখালি থানার বিষ্ণুপুর গ্রামে৷
স্থানীয় সূত্রে খবর, বছর সাতেকের ওই শিশু আশিস মালিক স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র৷ এদিন স্কুল ছুটির পর সে বাড়ি ফিরছিল৷ সেই সময় গ্রামেরই এক তান্ত্রিক বুদ্ধদেব সাঁতরা ওই শিশুটিকে ভুলিয়ে তার ডেরায় নিয়ে যায়৷ ভাল ভাল খাবার খাওয়ায় তাকে৷ তার পর সে আশিসকে বলে কালী ঠাকুর তার রক্ত খাবে৷ বলেই সে জোর করে আশিসকে চেপে ধরে ধারালো অস্ত্র দিয়ে তার আঙুল কাটতে যায়৷
শিশুটি ভয় পেয়ে চিৎকার করতে শুরু করে৷ ততক্ষণে ধারালো অস্ত্রের আঘাতে শিশুটির আঙুল অনেকটাই কেটে যায়৷ আশিসের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন৷ বেগতিক বুঝে তান্ত্রিক পালাতে গেলে জনতা তাকে তাড়া করে ধরে ফেলে৷ এর পর শুরু হয় গণপ্রহার৷ গণপিটুনির পর ওই তান্ত্রিককে ধনেখালি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ পুলিশ তাকে গ্রেফতার করে৷ শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement