Advertisement
Advertisement
Abhijit Ganguly

ভোটের দিন নিখোঁজ বিজেপি নেতা, সার্চ ওয়ারেন্ট ছাড়া বাড়িতে পুলিশ কেন? ধরনায় অভিজিৎ

সকালে ভোট দিয়ে ফেরার পথে নিখোঁজ ময়নার বিজেপি কনভেনার। তাঁর বাড়িতে গিয়ে হুঁশিয়ারির সুরে তমলুকের বিজেপি প্রার্থী বলেন, আধঘণ্টার মধ্যে যেন বাড়ি ছাড়ে পুলিশ।

Tamluk Lok Sabha Election 2024: Abhijit Ganguly protests police raid on missing BJP leader's house
Published by: Sucheta Sengupta
  • Posted:May 25, 2024 4:33 pm
  • Updated:May 25, 2024 7:56 pm

গোবিন্দ রায়, তমলুক: ভোটের দিন সকাল থেকেই নানা বিক্ষিপ্ত ঘটনায় শিরোনামে গোটা পূর্ব মেদিনীপুর। এখানকার দুই কেন্দ্র কাঁথি ও তমলুকে একাধিক অশান্তির খবর মিলেছে। আর যেখানেই অশান্তি, সেখানেই ছুটে যাচ্ছেন তমলুকের বিজেপি প্রার্থী, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শনিবার বিকেল নাগাদ তিনি তমলুকের ময়নায় নিখোঁজ হওয়া বিজেপি নেতার বাড়িতে পুলিশি তল্লাশির বিরুদ্ধে ধরনায় বসলেন। পুলিশকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে তাঁর দাবি, আধঘণ্টার মধ্যে বাড়ি ছাড়তে হবে। নাহলে তিনি কমিশনে পুলিশের ‘অতিসক্রিয়তা’ নিয়ে অভিযোগ জানাবেন।

তমলুকের (Tamluk) ময়নার বৃন্দাবনচকে বাড়ি বিজেপি কনভেনার গৌতম গুরুর। অভিযোগ, শনিবার সকালে লোকসভা ভোট (Tamluk Lok Sabha Election 2024) দিয়ে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হয়ে যান। তৃণমূলের তরফে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। আর তার পর থেকেই ঘরছাড়া গৌতম গুরু। গ্রামবাসীদের অভিযোগ, শুক্রবার বিজেপির (BJP) এক কর্মসূচিতে যোগ দিয়ে বাড়ি ফেরার পথে তৃণমূল (TMC) দুষ্কৃতীরা তাঁকে প্রাণে মারার হুমকি দেয়। শনিবার সকালে ভোট দিয়ে তাঁর শ্যালক তাঁকে বাড়ির মোড়ে পৌঁছে দিয়ে যান। তারপর থেকেই ঘর ছাড়া ওই বিজেপি নেতা।

Advertisement

[আরও পড়ুন: গান্ধী, আম্বেদকর নিয়ে মুখ খুললেন জাহ্নবী, নায়িকার কথা শুনে অবাক নেটপাড়া!]

গৌতম গুরুর পরিবারের অভিযোগ, দুপুর একটা থেকে তাঁদের বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। খবর পেয়ে ঘরছাড়া ওই বিজেপি কনভেনারের বাড়িতে পৌঁছন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। তিনি পুলিশের ওসির সঙ্গে কথা বলেন। কেন বাড়ি ঘিরে রাখা হয়েছে? মহিলা পুলিশ কেন আনা হয়েছে? এসব প্রশ্ন করেন বিজেপি প্রার্থী। পুলিশের পক্ষ থেকে তাঁকে জানানো হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিখোঁজের পরিবারের সদস্যদের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে বলেছে। কিন্তু পরিবারের সদস্যরা তাদের কোনওরকম সাহায্য করছে না বলে পুলিশের অভিযোগ। পরিবারের পালটা অভিযোগ, কোনও সার্চ ওয়ারেন্ট (Search Warrant) ছাড়াই বাড়ি তল্লাশি নিতে চাইছে পুলিশ। বিজেপি প্রার্থী পুলিশকে পরে থানায় ডেকে জিজ্ঞাসাবাদের পরামর্শ দেন। কিন্তু পুলিশ নিজেদের সিদ্ধান্তে অনড়। এর পরই বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিখোঁজ ওই বিজেপি নেতার বাড়ি লাগোয়া মন্দিরে ধরনায় বসেন। পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন, আধ ঘণ্টার মধ্যে পুলিশ যদি গৌতম গুরুর বাড়ি না ছাড়েন তাহলে তিনি পুলিশের বিরুদ্ধে যেখানে যা অভিযোগ জানাবার জানাবেন।

দেখুন ভিডিও: 

[আরও পড়ুন: প্রেমের সম্পর্কে ফাটল, সোশাল মিডিয়ায় পোস্ট করে ‘আত্মঘাতী’ তরুণী]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement