Advertisement
Advertisement

তমলুকের নির্বাচনে দৃষ্টিহীনদের বিলি হচ্ছে ব্রেইল স্লিপ

ওঁরা যাতে নিজের ভোটদানের ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখতে পারেন, সেই উদ্দেশ্যে এমন উদ্যোগ৷

Tamluk Distributes Braille Voter Slip In Coming Assembly  Election
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 8, 2016 10:29 am
  • Updated:November 8, 2016 10:29 am  

নিজস্ব সংবাদদাতা: আসন্ন তমলুক লোকসভার উপনির্বাচনে দৃষ্টিহীন ভোটরদের জন্য ব্রেইল পদ্ধতিতে ভোটার স্লিপ চালু করছে নির্বাচন দফতর৷ পরীক্ষামুলকভাবে তমলুক এবং হলদিয়া মহকুমার দৃষ্টি-প্রতিবন্ধী ভোটারদের জন্য এমন উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন৷
বিশেষ  ‘ডট’ পদ্ধতি ব্যবহার করে ব্রেইল স্লিপ তৈরি করা হচ্ছে৷ তাতে দৃষ্টি প্রতিবন্ধী ভোটারের ছবি, নাম-ঠিকানা, ক্রমিক নম্বর, বুথ নম্বর লেখা থাকবে৷ সেই সঙ্গে সেই প্রতিবন্ধী ভোটারদের নামের তালিকা টাঙিয়ে রাখা হচ্ছে স্থানীয় ভোটগ্রহণ কেন্দ্রে৷ নিজের চেষ্টায় কিংবা সহযোগীর সাহায্য নিয়ে দৃষ্টি-প্রতিবন্ধী ভোটার ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছে যেতে পারেন৷ জেলায় তমলুক এবং হলদিয়া মহকুমার ১০টি ব্লক এলাকায় দৃষ্টি-প্রতিবন্ধী ভোটার রয়েছেন ৭৮৮ জন৷ ইতিমধ্যে এই বিষয়ে সরকারিভাবে প্রশিক্ষণ দেওয়ার কাজও হয়েছে৷ এই নির্বাচনী ক্ষেত্রে মূক ও বধির প্রতিবন্ধী রয়েছে ৫৯৬৭ জন৷ তাদের ভোটার স্লিপ দেওয়ার ব্যবস্থা থাকছে৷
জেলাশাসক রেশমি কমল জানান, “আমরা দৃষ্টিহীন ভোটারদের জন্য প্রথম ব্রেইল পদ্ধতিতে স্লিপ দেওয়ার উদ্যোগ নিয়েছি৷ ওঁরা যাতে নিজের ভোটদানের ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখতে পারেন, সেই উদ্দেশ্যে এমন উদ্যোগ৷” জেলা সমাজকল্যাণ আধিকারিক খুরশিদ আলম একই কথা জানিয়ে বলেন, “প্রতিবন্ধী ভোটারদের গণতান্ত্রিক ব্যবস্থায় মর্যাদা দিতেই বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে৷ ব্রেইল তার মধ্যে অন্যতম৷ বার্ধক্যজনিত কারণে শারীরিকভাবে অক্ষম বৃদ্ধ-বৃদ্ধারাও এই বুথগুলিতে ভোটদানের সহায়তা পাবেন বলে প্রশাসনিক কর্তারা জানিয়েছেন৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement