Advertisement
Advertisement

নোবেল চুরির তদন্তে সিটের নজরে দুই ইতালীয় নাগরিক

অভিযোগ, অর্থের বিনিময়ে বিশ্বভারতীতে অনেক বিদেশিই টুরিস্ট ভিসা নিয়ে এসে ছাত্র হয়ে যান৷

Tagore's Nobel Medal Theft, 2 Europeans in suspected
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 28, 2016 10:33 am
  • Updated:November 28, 2016 10:33 am  

নিজস্ব সংবাদদাতা, বোলপুর: নোবেল তদন্তে নেমে দীর্ঘ ছ’মাস শান্তিনিকেতনে ঘাঁটি গেড়ে থেকে অবশেষে কিছুটা আশার আলো দেখছে সিট৷ নোবেল তদন্তে প্রদীপ বাউরি নামে একজনকে গ্রেফতার করার পর এবার দুই ইতালীয় নাগরিক ও কিছু বাংলাদেশিদের নাম উঠে এল তদন্তকারীদের হাতে৷ এদের ফোনকল লিস্ট পরীক্ষার পাশাপাশি শান্তিনিকেতনের কোন কোন বাসিন্দার সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে, তা খতিয়ে দেখছে রাজ্য সরকার নিযুক্ত তদন্তকারী দল৷

শান্তিনিকেতনের রবীন্দ্রভবন থেকে ২০০৪ সালে নোবেল চুরি হয়৷ সেই চুরির তদন্তে নেমে সিবিআইও একাধিক বাংলাদেশি ও ইউরোপিয় নাগরিকদের নাম পায়৷ কিন্তু হাতে তথ্য প্রমাণ না থাকায় কাউকেই আটক বা গ্রেফতার করতে পারেনি সিবিআই৷ সিটের তদন্তেও উঠে এসেছে বিদেশি নাগরিকদের নাম৷ সিট সূত্রের খবর, আমার কুটিরের পাশে ঘর ভাড়া নিয়ে থাকা দুই ইতালীয় নাগরিক সন্দেহের তালিকায় রয়েছে৷ এরা স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে দীর্ঘদিনই এখানে রয়েছে৷ পাশাপাশি কয়েকজন বাংলাদেশি, যারা বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র বা শান্তিনিকেতনের সঙ্গে যুক্ত, তাদের নামও সন্দেহের তালিকায় রয়েছে৷ জানা গিয়েছে, এদের গতিবিধি চূড়ান্ত সন্দেহজনক৷

Advertisement

কোনও বিদেশি টুরিস্ট ভিসায় এ দেশে এলে বিশ্বভারতীতে ছাত্র হিসাবে ভর্তি হওয়া যায়৷ শুধুমাত্র তাঁকে একবছরের মধ্যে স্টুডেণ্ট ভিসা আনতে হবে৷ ভারতীয় আইনে এ ধরনের কোনও সংস্থান না থাকলেও অভিযোগ, অর্থের বিনিময়ে একাধিক বিদেশিকে এ ধরনের সুযোগ করে দেওয়া হয়েছে৷ এ বিষয়ে ফ্রান্সের এক মহিলাকে নিয়ে বেশ হইচই হয়েছিল৷ পরে অবশ্য ধামাচাপা পড়ে যায়৷ বিশ্বভারতীর প্রাক্তন কর্মী সনাতন জানা বলেন, “বেআইনিভাবে বিশ্বভারতীতে অনেক বিদেশি টুরিস্ট ভিসা নিয়ে এসে ছাত্র হয়ে যান৷ ক্লাস না করেও শান্তিনিকেতনে থেকে যান৷ বিশ্বভারতী কর্তৃপক্ষর কোনও নজরদারি নেই৷”

স্থানীয় বাসিন্দা গৌতম ভদ্র বলেন, “শান্তিনিকেতনে প্রচুর বিদেশি থাকেন, যাঁরা শান্তিনিকেতনের সঙ্গে যুক্ত নন৷ মোটা টাকার লোভে অনেকেই তাঁদের বাড়ি ভাড়া দিয়ে দেন৷ এটা খুব বিপজ্জনক৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement