Advertisement
Advertisement

দলে আসতে ইচ্ছুক, বিজেপির হয়ে বাংলার ঘরে ঘরে ভোট চাইবেন স্বামী অসীমানন্দ

ইঙ্গিত দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷

Swami Aseemanand to campaign for BJP in WB panchayat polls
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 20, 2018 2:11 pm
  • Updated:November 12, 2018 5:27 pm  

সৌরভ মাজি, বর্ধমান: মক্কা বিস্ফোরণের দায়ে এই সেদিনও অভিযুক্ত ছিলেন৷ তবে এনআইএ স্পেশাল কোর্টের রায়ে শাপমুক্তি হয়েছে৷ বেকসুর খালাস পাওয়ার পর এবার স্বামী অসীমানন্দকে দেখা যেতে পারে বাংলার ভোটপ্রচারেও৷ আসন্ন পঞ্চায়েত নির্বাচনেই হয়তো ঘরে ঘরে গিয়ে বিজেপির জন্য ভোট চাইতে বেরবেন তিনি৷ সেই ইঙ্গিতই দিয়ে রাখলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷

[  ‘হিন্দু সন্ত্রাস’ তত্ত্ব খারিজ, মক্কা মসজিদ বিস্ফোরণে বেকসুর খালাস স্বামী অসীমানন্দ ]

Advertisement

২০০৭-এর ১৮ মে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠে হায়দরাবাদের মক্কা মসজিদ চত্বর। ধামাকায় মৃত্যু হয় নমাজ পড়তে আসা ৯ ব্যক্তির। এগারো বছর আগের ওই ঘটনায় নাম জড়ায় উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের। উঠে আসে মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত কর্নেল প্রসাদ পুরোহিতের নামও। চাপের মুখে বিস্ফোরণের তদন্তভার দেওয়া হয় সিবিআইয়ের হাতে। তারপর ২০১১ সালে মামলাটির তদন্তে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। প্রায় দশজন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। তবে মাত্র পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করে মামলা চালানো হয়। সেখানে ছিল স্বামী অসীমানন্দের নামও। তবে স্পেশাল কোর্টের রায়ে তিনি ও বাকি অভিযুক্তরা বেকসুর খালাস পেয়েছেন৷ খারিজ করা হয়েছে হিন্দু সন্ত্রাস তত্ত্বও৷ শোনা গিয়েছিল, এরপরই হুগলির কামারপুকুরে নিজের বাড়িতে আসবেন অসীমানন্দ৷ তবে এখানেই শেষ নয়, বিজেপিতে যোগ দেওয়ারও ইচ্ছে প্রকাশ করেছেন তিনি৷ জানালেন দিলীপ ঘোষ৷

[  স্বামী অসীমানন্দকে খালাস দিয়েই পদত্যাগ বিচারকের, তুঙ্গে বিতর্ক ]

বর্ধমানের মেমারিতে দলীয় জনজাগরণ যাত্রায় অংশ নিয়ে দিলীপবাবু জানান, অসীমানন্দের সঙ্গে তাঁর মাস দুয়েক আগেও কথাবার্তা হয়েছিল৷ আদালতের রায়ে তিনি মুক্তি পাওয়ার পরও তাঁর সঙ্গে কথা হয়েছে৷ দলের ভাল কীভাবে হয় তা নিয়ে আলোচনাও হয়েছে৷ স্বামী অসীমানন্দ নিজেই বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন৷ বিজেপি রাজ্য সভাপতি জানান, সমস্ত আইনি প্রক্রিয়া শেষ হলে তবেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে৷ বিজেপিতে যোগ দিলে বাংলার মানুষের ঘরে ঘরে যাবেন অসীমানন্দ৷ ভোট চাইবেন বিজেপির হয়ে৷ এমনটাই ইঙ্গিত দিয়ে রাখলেন দিলীপ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement