Advertisement
Advertisement

Breaking News

গুলিবিদ্ধ শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষী, তদন্তে পুলিশ

মানসিক অবসাদে আত্মহত্যার চেষ্টা বলে অনুমান৷

Suvendu Adhikari's bodyguard shoots self
Published by: Sayani Sen
  • Posted:October 13, 2018 12:44 pm
  • Updated:October 13, 2018 12:44 pm  

রঞ্জন মহাপাত্র, কাঁথি: গুলিবিদ্ধ পরিবহণ মন্ত্রীর পাইলট কারের নিরাপত্তারক্ষী৷ শনিবার সকালে সরকারি আবাসন থেকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে৷ মানসিক অবসাদের জেরেই সার্ভিস রিভলবার দিয়ে নিজেই তাঁর মাথায় গুলি চালিয়েছেন ওই পুলিশকর্মী বলেই প্রাথমিক তদন্তে অনুমান কাঁথি থানার পুলিশের৷

[পুজোয় নাশকতার ছক! হুগলিতে উদ্ধার প্রচুর পরিমাণের অস্ত্র]

মুর্শিদাবাদে একাধিক দলীয় কর্মসূচি ছিল পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর৷ তাঁর পাইলট কারের নিরাপত্তারক্ষী ছিলেন শুভব্রত চক্রবর্তী৷ মহিষাদলে পুলিশের সরকারি আবাসনেই থাকতেন তিনি৷ শুক্রবার একটু বেশি রাতেই ওই আবাসনে ফেরেন শুভব্রত৷ পুজোর ছুটিতে শনিবার সকালে বাড়ি ফেরার কথা ছিল তাঁর৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, ব্যাগ গোছাতে গোছাতে ফোনে কথা বলছিলেন শুভব্রত৷ বেশ উত্তেজিত হয়ে পড়েন তিনি৷ এরপর আচমকাই গুলির শব্দ পান অন্যান্য আবাসিকরা৷ দৌড়ে ঘরে গিয়ে তাঁরা দেখেন রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েছেন শুভব্রত৷ পাশেই পড়ে রয়েছে তাঁর সার্ভিস রিভলবারও৷ তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে কাঁথি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ মাথায় গুলি লেগেছে তাঁর৷ অত্যন্ত আশঙ্কাজনক অবস্থা শুভব্রতর৷ আপাতত সেখানেই অস্ত্রোপচার চলছে মন্ত্রীর পাইলট কারের নিরাপত্তারক্ষীর৷ অন্যান্য আবাসিকদের দাবি, বেশ কয়েকদিন ধরেই পারিবারিক অশান্তির জেরে মানসিক অবসাদে ভুগছিলেন শুভব্রত৷ তার জেরেই তিনি নিজেই মাথায় গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন৷

Advertisement

[চতুর্থীতেও ভোগাবে ‘তিতলি’, বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গে]

শুভব্রতর মাথায় গুলি লাগার ঘটনা জানাজানির হওয়ার পরই কাঁথি থানার আইসি, অতিরিক্ত পুলিশ সুপার-সহ উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে যান৷ আদৌ মানসিক অবসাদ থেকে আত্মহত্যার চেষ্টা, নাকি খুনের চেষ্টা করা হয়েছে শুভব্রতকে, তা খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা৷ শুভব্রতের সার্ভিস রিভলবারটি বাজেয়াপ্ত করেছে পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement