Advertisement
Advertisement

পঞ্চায়েত ভোটের আবহেই লোকসভার BJP প্রার্থী হলেন শুভেন্দু? দেওয়াল লিখন ঘিরে শোরগোল

কী বললেন শুভেন্দু?

Suvendu Adhikari to fight in Lok Sabha polls!
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 17, 2023 7:20 pm
  • Updated:July 17, 2023 7:20 pm

রঞ্জন মহাপাত্র, কাঁথি: লোকসভা ভোটের এখনও বছর খানেক বাকি। তবে এখন থেকেই শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সমর্থনে দেওয়াল লিখন শুরু হল কাঁথিতে। কিন্তু কেন আচমকা এখন দেওয়াল লিখন? বিজেপির দাবি, নেপথ্যে তৃণমূল।

পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্যে জারি চাপা অশান্তি। জয়ী প্রার্থীদের ভাগ্য ঝুলে আদালতে। এই পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুরের কাঁথি লোকসভা এলাকার ভগবানপুর এলাকায় দেখা গেল লোকসভা নির্বাচনের জন্য শুরু হয়েছে দেওয়াল লিখন। দেওয়ালে লোকসভা ভোটের প্রার্থী হিসেবে নাম দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর। রয়েছে বিজেপির প্রতীক। নিচে লেখা, “১১২ নম্বর বড়বড়িয়া বিজেপি যুব মোর্চা কর্তৃক প্রচারিত।” ভোটের এখনও একবছর বাকি। এখনই এলাকার বাসিন্দারা দেওয়াল লিখন দেখে হতবাক হয়ে যান।

Advertisement

[আরও পড়ুন: বল ভেবে খেলতে গিয়ে বিপত্তি, ভোট পরবর্তী মুর্শিদাবাদে বোমার ঘায়ে ফের আক্রান্ত শৈশব]

এই দেওয়াল লিখন নিয়ে শোরগোল ভগবানপুরে (Bhagwanpore)। বিজেপির দাবি, এই ঘটনার সঙ্গে তাঁদের দলের কোনও যোগ নেই। প্রার্থী নিয়ে এখনও দলের কোনও আলোচনাই হয়নি। এদিকে শুভেন্দু অধিকারীর দাবি ঘটনার নেপথ্যে শাসকদল। তাঁরাই নাকি বিজেপির বিরুদ্ধে কুৎসা করতে এহেন আচরণ করছে। যদিও এই অভিযোগ মানতে নারাজ শাসকদল।

[আরও পড়ুন: পিছনের দরজা দিয়ে ক্ষমতায় নয়! রাজ্যে রাষ্ট্রপতি শাসন নিয়ে এবার পিছু হঠলেন শুভেন্দু]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement