Advertisement
Advertisement
Suvendu Adhikari

‘কোন অসুখে কোন ওষুধ দিতে হয় জানি’, বিজেপির উপর ‘হামলা’য় তৃণমূলকে হুঁশিয়ারি শুভেন্দুর

দলবদলের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তৃণমূলকে 'ফুটো নৌকো'র সঙ্গে তুলনা শুভেন্দুর।

Suvendu Adhikari threatens TMC in Sabang ।Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:January 6, 2021 5:23 pm
  • Updated:January 6, 2021 5:25 pm  

অংশুপ্রতিম পাল, খড়গপুর: দলীয় কর্মীদের উপর হামলা, অত্যাচার করা হচ্ছে বলে তৃণমূলের (TMC) বিরুদ্ধে অভিযোগের সুর চড়িয়েছে বিজেপি। আর সেই অভিযোগকে হাতিয়ার করেই সবংয়ের সভা থেকে তৃণমূলকে কার্যত হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। ওষুধ জানা রয়েছে বলেই হামলার পালটা দাওয়াইয়ের কথা বললেন তিনি।

সোমবার সবংয়ের জনসভায় শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “আপনাদের মারপিট করলে, তাণ্ডব চালালে আমাকে জানান।” তারপরই শাসক শিবিরের বিরুদ্ধে কার্যত হুঁশিয়ারির সুরে তিনি বলেন, “কোন অসুখে কোন ওষুধ দিতে হয় তা আমরা জানি।” নির্বাচন বিধি লাগু হয়ে গেলে শাসক শিবিরের হামলা, অত্যাচার বন্ধ হবে বলেও দাবি তাঁর। আসন্ন বিধানসভা নির্বাচন আদৌ সুষ্ঠু ও অবাধ হবে কিনা, তা নিয়ে বারবারই প্রশ্নচিহ্ন তুলছে বিরোধীরা। বর্তমান বিজেপি নেতা শুভেন্দুর গলাতেও শোনা গেল সেই একই সুর। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় এবার নির্বাচন হওয়ার ব্যাপারে আশাবাদী তিনি। প্রত্যেকটি মানুষ স্বেচ্ছায় তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ পাবেন বলেও জানান বর্তমান বিজেপি নেতা।

Advertisement

[আরও পড়ুন: ‘মিলেমিশে কাজ করুন’, ভোটের আগে জলপাইগুড়িতে দলীয় নেতা-কর্মীদের পরামর্শ অভিষেকের]

কয়েক সপ্তাহ আগে দীর্ঘদিনের তৃণমূল (TMC) নেতা শুভেন্দু দলবদল করেছেন। নাম লিখিয়েছেন বিরোধী বিজেপি শিবিরে। তারপর থেকে ঘাসফুল শিবিরের একাধিক শীর্ষ নেতৃত্ব ‘মীরজাফর’ বলে রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে কটাক্ষ করেছেন। সেই ইস্যুতে এর আগেও সুর চড়িয়েছেন শুভেন্দু। বুধবারও তার ব্যতিক্রম হল না। দলবদলের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তৃণমূলকে ‘ফুটো নৌকো’র সঙ্গে তুলনা করেন। নৌকায় জল ঢুকতে শুরু করেছে তা বুঝতে পেরেই গেরুয়া শিবিরে নাম লেখানোর সিদ্ধান্ত বলে জানান। এছাড়া তৃণমূল ‘কোম্পানি’তে পরিণত হয়েছে বলেও তোপ তাঁর। বাংলার সরকারকে ‘প্রতারক’ বলে কটাক্ষ করতেও ছাড়েননি শুভেন্দু। তাঁর পালটা কোনও প্রতিক্রিয়া এখনও তৃণমূলের তরফে পাওয়া যায়নি।

[আরও পড়ুন: ‘কৃষকদের ১০০ শতাংশ সাহায্য করছে কেন্দ্র’, রাজ্যের বিরোধিতায় ফের সরব ধনকড়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement