বাবুল হক, মালদহ: এবার ‘বিস্ফোরণ’ হুঁশিয়ারি শুভেন্দুর অধিকারীর! আগামী সপ্তাহে বড় কিছু ঘটার ইঙ্গিত দিয়ে রাখলেন বিরোধী দলতা। তৃণমূল ‘বেসামাল’ হয়ে পড়বে বলে দাবি তাঁর। তবে এই হুঁশিয়ারিকে বিশেষ পাত্তা দিতে রাজি নয় জোড়াফুল শিবির। বরং বাংলায় বিজেপিই ‘বেসামাল’ হয়ে রয়েছে বলে কটাক্ষ করল তৃণমূল।
শনিবার মালদহে নির্বাচনী সভা করেন শুভেন্দু। সেই মঞ্চ থেকেই তাঁর দাবি, “আগামী সপ্তাহের শুরুতেই একটা বোমা পড়বে। আগাম বলে রাখলাম। তবে সেটা কী, সেটা বিস্তারিত বলব না। সেই বোমায় একেবারে বেসামাল হয়ে যাবে তৃণমূল।” প্রকাশ্য সভা থেকে তাঁর এমন হুঁশিয়ারি নিয়ে লোকসভা নির্বাচনের মধ্যে জল্পনা শুরু হয়েছে।
লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের হুমকি থেকে গেরুয়া শিবির ইতিমধ্যেই পিছু হটে গিয়েছে। মালদহে শুভেন্দু বলেন, “লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না। আমরা তিন হাজার দেব। অন্নপূর্ণা ভাণ্ডার দেব। ২৬ তারিখ প্রধানন্ত্রী আসছেন। সভা করবেন। ইংলিশবাজারে রোড শো করবেন প্রধানমন্ত্রী।” রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বিজেপি ভালো ভোটে জিতছে। তৃণমূল বিজয় মিছিল করেছে। তৃণমূল জানে, এই ভোটে ওদের ভরাডুবি হবে। তাই ভোট পরামর্শদাতা সংস্থার বুদ্ধিতে এসব করেছে। ওই তিন আসনে বিজেপি প্রার্থীরা এবার দ্বিগুনেরও বেশি ভোটে জিতে গিয়েছেন।”
শুভেন্দুকে পালটা দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বলেন, “তৃণমূল বেসামাল হওয়ার জায়গায় নেই। বিজেপি বেসামাল হয়ে আছে। একদিকে বাংলার প্রতি বঞ্চনা, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মডেল এবং লক্ষ্মীর ভাণ্ডার-এর ভিত্তিতেই ভোট হচ্ছে।”
উল্লেখ্য, এর আগেও এধরনের একাধিক হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু। দিনক্ষণ, তারিখ বেঁধে হুমকি দিতে দেখা গিয়েছে তাঁকে। তবে দেখা গিয়েছে, পুরোটাই ‘ফাঁকা আওয়াজ’। এবার ভোটমুখী বাংলায় কী বোমা ফাটে, সেটাই এখন দেখার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.