শাহজাদ হোসেন, ফরাক্কা: ‘সন্দেশখালি (Sandeshkhali) তৃণমূলের কাঁচা চিত্রনাট্য’, রবিবার এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দু’দিনের মধ্যে গঙ্গাধর কয়ালের মামলা সিবিআই না নিলে উচ্চ আদালতে যাওয়ার হুমকিও দিলেন তিনি। এদিকে অর্জুন সিংয়ের দাবি, সন্দেশখালির ভাইরাল ভিডিও আদতে আইপ্যাকের কাজ!
রবিবার দুপুরে জঙ্গিপুরের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের সমর্থনে অজগড়পাড়ায় সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই বলেন, “সন্দেশখালি নিয়ে কাঁচা চিএনাট্য তৈরি করেছে তৃণমূল। এর জন্য ধন্যবাদ তোলাবাজ ভাইপোকে। সন্দেশখালি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। সুপ্রিম কোর্ট গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছেন, এত তাড়াহুড়োর বিষয় নেই, জুলাই মাসে শুনানি হবে। সিবিআইয়ের উপর ভরসা রাখুন৷”
সন্দেশখালির জমি দখল প্রসঙ্গে শুভেন্দু বলেন, “তৃণমূল বাধ্য হয়ে ২৩৪ টা প্লট ফেরত দিয়েছে।” ধর্ষণের অভিযোগ নিয়ে বলেন, “রাজ্য পুলিশের তরফে তিনটে ধর্ষণের মামলা রুজু করা হয়েছিল। তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন। কাঁচা চিত্রনাট্য তৈরি করেছে তৃণমূল। গঙ্গাধর কয়াল সিবিআইকে জানিয়েছেন। সিবিআই যদি দু’দিনের মধ্যে এই মামলা না নেয় উনি উচ্চ আদালতে যাবেন।” গঙ্গাধর কয়াল শুভেন্দু অধিকারীর কাছে নিরাপদে আছেন বলে জানান তিনি। শুভেন্দুর কথায়, “আমি ছাড়ব না। কান টানলে মাথা আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত যাবে।” এদিকে এদিন অর্জুন সিং বলেন, “সন্দেশখালির ভাইরাল ভিডিও আইপ্যাকের কাজ!”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.