Advertisement
Advertisement
Suvendu Adhikari

‘খাদ্যদপ্তরের নিয়ন্ত্রণ এখনও জ্যোতিপ্রিয়র হাতেই’, ইডি তল্লাশির মাঝেই বিস্ফোরক শুভেন্দু

আর কী বললেন বিরোধী দলনেতা?

Suvendu Adhikari slams Jyotipriyo Mallick over Ration scam | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:October 26, 2023 7:51 pm
  • Updated:October 26, 2023 7:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার রাজ্যের বিরোধী দলনেতার নিশানায় জ্যোতিপ্রিয় মল্লিক। শুভেন্দু অধিকারীর দাবি, এখনও খাদ্যদপ্তরের নিয়ন্ত্রণ রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের হাতেই। নিশানা করলেন মুখ্যমন্ত্রীকেও। 

রেশন দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে তল্লাশি চালাচ্ছে ইডি। একাধিকবার রাজ্যের এক মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত বাকিবুর রহমানের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পরবর্তীতে গ্রেপ্তার করা হয় তাঁকে। সেই সময় থেকেই বারবার উঠে আসছিল এক মন্ত্রীর সঙ্গে বাকিবুরের যোগাযোগের তথ্য। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও তাঁর আপ্ত সহায়কের বাড়িতে হানা দেয় ইডির আধিকারিকরা।

Advertisement

[আরও পড়ুন: জেলে বসেই ‘ক্রিমিনাল গ্যাং’য়ের নেতা! গয়নার দোকানে ডাকাতির মূলচক্রীর অপরাধে হাতেখড়ি কৈশোরে]

সাংবাদিক বৈঠক করে এদিন শুভেন্দু অধিকারী বলেন, “বাকিবুরের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক সরাসরি যোগাযোগ ছিল। এই বিষয়ে আমার কাছে অনেক তথ্য আছে। তদন্তকারীরা চাইলেই আমি তা তুলে দেব।” এখানেই শেষ নয়। তিনি দাবি করেন, একটা বড় চক্র কাজ করছে। যোগ রয়েছে অনুব্রত মণ্ডলেরও। মুখ্যমন্ত্রীকে নিশানা করে শুভেন্দু আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই, জ্যোতিপ্রিয় মল্লিক তাঁর স্ত্রীর নামে ডি মনিটাইজেশনের সময় সল্টলেকের একটি ব্যাংকে ৪ কোটি টাকা বদল করেছিলেন। কোথা থেকে এসেছে এই টাকা। জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী এবং ওনার পিএ অভিজিৎ নিউ দিঘা এবং অন্যান্য জায়গায় কতগুলি হোটেল করেছে তার খবর কি আপনার কাছে থাকে? নাকি আপনার পার্টির ট্রেজারার ছিল বলে ওই ভাগের ৭৫/২৫ হিসেবে আপনার কাছেও আসত!” প্রসঙ্গত, এদিনই জ্যোতিপ্রিয়র বাড়িতে তল্লাশি নিয়ে বিজেপি ও ইডিকে একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

[আরও পড়ুন: বিসর্জনের মেলা থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু শ্যালক ও জামাইবাবুর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement