সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় দলের তকমা হারিয়েছে তৃণমূল কংগ্রেস। জাতীয় নির্বাচন কমিশনের কোপে পড়তে হয়েছে সিপিআই, আরএসপির মতো দলগুলিকেও। এমতাবস্থায় জাতীয় দলের তকমা ফিরে পেতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়! এমনই বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী। যার পালটা দিয়েছে তৃণমূল।
মঙ্গলবার সিঙ্গুরের সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দাবি করেন, তৃণমূল জাতীয় তকমা হারানোর পর অমিত শাহকে একবার, চারবার ফোন করেন মুখ্যমন্ত্রী। ২০২৪ সাল অর্থাৎ লোকসভা ভোট পর্যন্ত যাতে ঘাসফুলের জাতীয় তকমা থাকে, সেই অনুরোধই নাকি স্বরাষ্ট্রমন্ত্রীকে করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর কথায়, “সর্বভারতীয় তকমা সরতেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ফোন করেছিলেন অমিত শাহকে। জাতীয় তকমা ফিরিয়ে দেওয়ার আরজি জানাতেই চারবার ফোন করেন। কিন্তু অমিত শাহজী স্পষ্ট জানিয়ে দেন তা সম্ভব নয়। নির্বাচন কমিশন যা করেছে নিয়ম মেনেই করেছে।”
এখানেই থামেননি তিনি। মুখ্যমন্ত্রীকে নিশানা করে শুভেন্দু বলেন, “এ রাজ্যের মুখ্যমন্ত্রী অমিত শাহকে গুন্ডা বলেছেন। ওদিকে তাঁকে চারবার ফোন করে পা ধরেছেন। বলছেন, ২০২৪ পর্যন্ত আমার রাষ্ট্রীয় তকমাটা রাখা যাবে না? জবাবে অমিত শাহজী স্পষ্ট বলেন, আপনি তো ভোট পাননি। সেই নিয়মে আপনি আর সর্বভারতীয় নন।”
যদিও বিরোধী দলনেতার এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়ে দিয়েছে তৃণমূল। দলীয় মুখপাত্র কুণাল ঘোষ বলে দেন, “শুভেন্দু বিকারগ্রস্থের মতো কথা বলছেন। মমতা দিদি কেন অমিত শাহকে ফোন করতে যাবেন!” পাশাপাশি রাজ্যসভার সাংসদ শান্তনু সেনও পালটা প্রশ্ন করেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন অমিত শাহকে ফোন করছিলেন, তখন কি শুভেন্দু অধিকারী সেখানে দাঁড়িয়েছিলেন? নাকি অমিত শাহর কোলে বসেছিলেন?
পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের সর্বভারতীয় তকমা হারানোকে যে বিজেপি কাজে লাগানোর চেষ্টা করছে, শুভেন্দুর মন্তব্যেই তা স্পষ্ট। তবে তৃণমূল সেসবে আমল দিতে নারাজ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.