বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজস্ব চিত্র।
রঞ্জন মহাপাত্র, কাঁথি: মধ্যপ্রদেশে শিবরাজের কায়দায় বাংলার মন জেতার চেষ্টা শুভেন্দু অধিকারীর। লোকসভা নির্বাচনের আগে কার্যত কল্পতরু বিরোধী দলনেতা! শুক্রবার সাড়ে চারশো টাকায় রান্নার গ্যাস, ৩০ লক্ষ সরকারি চাকরির প্রতিশ্রুতি দিলেন তিনি। বিজেপি বিধায়কের প্রতিশ্রুতির তীব্র সমালোচনা করেছে তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কথায়, “দেশে তো বিজেপি রয়েছে ক্ষমতায়। তাহলে বাংলা-সহ সব রাজ্যে ৪৫০ টাকায় রান্নার গ্যাস করে দিক। কে বারণ করেছে!”
শুক্রবার রামনগর ২ ব্লকের মন্দারমণিতে কার্যকর্তাদের সভার আয়োজন করে কাঁথি সাংগঠনিক জেলা বিজেপি। সেখান থেকেই একের পর এক প্রতিশ্রুতি দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মধ্যপ্রদেশের ভোটের আসরে শিবরাজ সিং চৌহানের ‘লাডলি বহেনা’ সুপার হিট হয়েছে। শুভেন্দুর দাবি, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে এখানেও সামাজিক সুরক্ষা প্রকল্প ‘লাডলি বহেনা’ প্রকল্প চালু হবে। বলেন, “রাজস্থানের মতো আমরাও ৪৫০ টাকায় গ্যাস দেওয়া হবে। উজ্জ্বলা যোজনার আওতায় রান্নার গ্যাসের যে উপভোক্তারা রয়েছেন, তাঁদের রাজস্থান সরকার ৪৫০ টাকায় সিলিন্ডার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাজস্থানে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে অন্যতম ছিল, কম দামে রান্নার গ্যাস। নতুন সরকার গঠনের পরই তা পূরণ করেছে রাজস্থানে বিজেপিশাসিত সরকার। বাংলাতেও ডবল ইঞ্জিন সরকার হলে, একইভাবে ৪৫০ টাকায় রান্নার গ্যাস মিলবে বলে প্রতিশ্রুতি দিলেন বিরোধী দলনেতা।” একইসঙ্গে রাজ্যের সরকারি ফাঁকা পদপূরণের প্রতিশ্রুতিও দেন শুভেন্দু। বিরোধী দলনেতার কথায়,”প্রথমেই ৩০ লক্ষ রাজ্য সরকারের ভ্যাকেন্সি আমরা পূরণ করব। যে ৬ লক্ষ পদ রাজ্য সরকার অবলুপ্ত করেছে, তা পুনর্জীবিত করব।”
বিরোধী দলনেতার প্রতিশ্রুতিকে কটাক্ষ করেন রাজ্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, “এটা তো দেশের ভোট। এর সঙ্গে বাংলার সরকারের সম্পর্ক নেই। টা তো দায়িত্বজ্ঞানহীন কথা বার্তা। তোমরা তো এতদিন দেশের ক্ষমতায় ছিলে, তোমরা এখন ঘোষণা করে দাও বাংলা সহ সারা দেশে ৪৫০ টাকায় রান্নার গ্যাস। তার জন্যে অমুক অমুক রাজ্যে ক্ষমতায় আসতে হবে, এই কথাগুলো আসছে কোথা থেকে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.