ফাইল ফটো
রঞ্জন মহাপাত্র, হলদিয়া: সময়টা ভাল যাচ্ছে না পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর। ফের দুর্ঘটনার কবলে পড়লেন তিনি। মার্কেট কমপ্লেক্সের চাঙর ভেঙে পড়ে শুভেন্দু অধিকারীর মাথায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মঙ্গলবার বিকেলে হলদিয়ার চৈতন্যপুরে দলীয় সভা ছিল। হলদিয়া মার্কেট কমপ্লেক্সের পাশেই মঞ্চ বাধা হয়েছিল। সভা শেষে বেরিয়ে আসার সময়ই ঘটে এই দুর্ঘটনা। কমপ্লেক্সের চাঙর ভেঙে পড়ায় মাথায় গুরুতর চোট পান মন্ত্রী। হলদিয়ার একটি বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রে তাঁর চিকিৎসা চলছে বলে খবর। মাথার সিটি স্ক্যানও করা হয়েছে। তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল বলেই জানা যাচ্ছে। তারপর যান হলদিয়া ভবনে। এদিনই কলকাতায় ফেরার কথা তাঁর। মার্কেট কমপ্লেক্সটি বেশ পুরনো হওয়াতেই চাঙর ভেঙে পড়ে বলে জানা গিয়েছে।
গত মঙ্গলবারই বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন পরিবহণ মন্ত্রী। কাঁথিতে সমবায় সপ্তাহের অনুষ্ঠান সেরে কলকাতায় ফিরছিলেন তিনি। শহরের মহাজতি সদনে আরও একটি অনুষ্ঠান যাওয়ার কথা ছিল। ফেরার পথেই পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানার কাণ্ডপসরায় দুর্ঘটনার কবলে পড়ে পরিবহণমন্ত্রীর কনভয়। লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মন্ত্রীর পাইলট গাড়ির। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গাছে ধাক্কা মারে। ঠিক তার পিছনেই ছিল শুভেন্দু অধিকারীর গাড়িটি। বরাত জোরে তিনি রক্ষা পান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.