Advertisement
Advertisement

Breaking News

BJP

তাপসীকে বিজেপিতে এনেছিলেন তিনিই, নেত্রী ঘাসফুলে যেতেই শুভেন্দুর বিরুদ্ধে সক্রিয় বিরোধী গোষ্ঠী

তাপসীর দলত্যাগ নিয়ে বিজেপির অন্দরে গোষ্ঠী রাজনীতি তুঙ্গে।

Suvendu Adhikari faces tough tide after party MLA shifts allegiance to Trinamool
Published by: Monishankar Choudhury
  • Posted:March 10, 2025 11:04 pm
  • Updated:March 10, 2025 11:04 pm  

স্টাফ রিপোর্টার: বিধায়ক তাপসী মণ্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে চলে যেতেই দলে বিরাট চাপে পড়ে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাপসীর দলত্যাগ নিয়ে বিজেপির অন্দরে গোষ্ঠী রাজনীতি তুঙ্গে। সোমবার বিকেল থেকেই শুভেন্দু-বিরোধী শিবিরের তৎপরতা জোরদার হয়ে উঠেছে। বঙ্গ বিজেপির ওই শিবির দিল্লির নেতাদের কানেও সমস্ত খবর দিয়ে বিরোধী দলনেতার বিরুদ্ধে দলের অন্দরে কলকাঠি নাড়া শুরু করে দিয়েছে।

ঘটনাচক্রে তাপসীকে বিজেপিতে নিয়ে এসেছিলেন শুভেন্দুই। শুধু তাই নয়, দলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি পদেও তাপসীকে বসিয়েছিলেন তিনিই। আজকের ঘটনার পর শুভেন্দু-বিরোধী শিবির দিল্লির নেতাদের কানে দিতে শুরু করেছে যে, তিনি দলীয় বিধায়কদের ধরে রাখতে পারছেন না। ৭৭ থেকে কমে ৬৫ হয়েছে বিধায়ক সংখ্যা। ছাব্বিশের ভোটের দেরি নেই। তার আগে দলের বিধায়করা তৃণমূলে চলে যাওয়ায় শঙ্কিত বঙ্গ বিজেপির বড় অংশই। খবর আসছে দলে আরও ভাঙন হতে পারে। আরও অনেকেই তৃণমূলে যোগদান করতে পারেন। খোদ বিরোধী দলনেতার জেলায় বিধায়কের দলত্যাগে একাংশ প্রশ্ন তুলেছে, পূর্ব মেদিনীপুরে কি বিজেপি ক্রমশ কোণঠাসা হচ্ছে?

Advertisement

দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে সোমবার রাতে ই-মেল করেছেন দলের সংখ‌্যালঘু সেলের প্রাক্তন রাজ‌্য সহ-সভাপতি সামসুর রহমান। তিনি লিখেছেন, একের পর এক বিজেপি বিধায়ক দল ছাড়ছেন। তাঁদের ধরে রাখতে পারছেন না বিরোধী দলনেতা। ফলে পূর্ব মেদিনীপুর জেলার দলের বিধায়ক তৃণমূলে চলে যাওয়ায় গেরুয়া শিবিরের মধ্যে এদিন অনেকটাই চাপে পড়ে গিয়েছেন শুভেন্দু।

দিল্লির কেন্দ্রীয় পর্যবেক্ষকরাও অবশ‌্য বিজেপি বিধায়কের দল ছাড়া নিয়ে সোমবার খোঁজখবর নিয়েছেন। সামনেই বঙ্গ বিজেপির নয়া সভাপতির নাম ঘোষণা করবে কেন্দ্রীয় নেতৃত্ব, যা নিয়ে জল্পনা তুঙ্গে। নয়া রাজ‌্য সভাপতির তালিকায় দিলীপ ঘোষ, শমীক ভট্টাচার্যদের সঙ্গে শুভেন্দুর নামও চর্চায় রয়েছে। সম্প্রতি দিল্লিতে গিয়ে একাধিকবার বৈঠকও করেছেন তিনি। সেই পরিস্থিতিতে ফের আরেক বিজেপি বিধায়ক দল ছাড়ায় তিনি অস্বস্তিতে পড়লেন নিঃসন্দেহে। কারণ, বঙ্গ বিজেপিতে এই মুহুর্তে একাধিক গোষ্ঠী। সেই পরিস্থিতিতে শুভেন্দুর উপরই চাপ তৈরি হল। যদিও সংবাদমাধ‌্যমের সামনে তাপসীর দল ছাড়াকে গুরুত্ব দিতে চাননি বিরোধী দলনেতা। এদিকে, তাপসী বিজেপি ছাড়ার পর গেরুয়া শিবিরের তরফে কেউ কোনও পোস্ট করেননি। দলের অফিসিয়াল ফেসবুক পেজ বা রাজ‌্য সভাপতি সুকান্ত মজুমদারও নীরব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement