অরিজিৎ গুপ্ত, হাওড়া: উপনির্বাচন বা পঞ্চায়েত নির্বাচন নাকি কোনও ভোটই নয়। ধূপগুড়ি উপনির্বাচনে পরাজয়ের ব্যাখ্যা দিতে গিয়ে এমনই আজব দাবি শোনা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। হাওড়ার এক সভা থেকে তিনি বললেন,”পঞ্চায়েত বা উপনির্বাচন কোনও ভোটই নয়। সাধারণ নির্বাচনে বিজেপিই জিতবে।”
ধূপগুড়ির হারের ব্যাখ্যা দিতে গিয়ে শুভেন্দু বলেন, “৪ হাজার ভোটে জিতে ভাবছেন বিজেপি হামাগুড়ি দিচ্ছে। পঞ্চায়েত এবং উপনির্বাচন কোনও ভোটই নয়। সব ভোট একসঙ্গে হলে তৃণমূল চলে যাবে। এক দেশ-এক ভোট যদি হয়, তাহলে ছাব্বিশের আগেই সরকার পড়ে যাবে। ওখানে মহকুমার প্রতিশ্রুতি দিয়ে ভোটে জিতেছে। লোকসভার আগে জোট বাঁধুন। ওই সিটে ৬ মাস বাদে আবার বিজেপি লিড করবে। সাধারণ নির্বাচনে আমরা আমার জিতব। আমাদের ২৮-৩০ হাজার ভোটার ভোট দিতে আসেনি।” বিরোধী দলনেতার অভিযোগ, “ধূপগুড়ি জিততে মিথ্যা প্রচার করেছে তৃণমূল। আরএসএস প্রচারকের প্যাডে ছাপিয়ে প্রচার করা হয়েছে যে বিজেপি মহকুমা চায় না।”
হাওড়ার ওই সভা থেকেই শুভেন্দু অধিকারী ফের রাম-বাম জোট গড়ার আহ্বান জানিয়েছেন। বিরোধী দলনেতা বলেন, “নীচুতলার কমরেডরা আমাদের সঙ্গে চলে আসুন। নো ভোট টু মমতা বলুন। বাংলায় তৃণমূলকে চোর বলে কংগ্রেস এবং সিপিএম। কিন্তু করলেন কী? তৃণমূল যাতে জিততে পারে, সেই ব্যবস্থাই করলেন সেলিমরা। তাই নীচুতলার কর্মীদের বলব, আপনারা তো পালটিবাজ নন। যদি বাংলাকে বাঁচাতে চান, নিচুতলায় বিজেপির সঙ্গে মিটিং করুন। আর বলুন, নো ভোট টু মমতা।”
আসলে লোকসভা নির্বাচনের মাত্র ৬ মাস আগে নিজেদের জেতা আসন হাতছাড়া হয়েছে। তাও আবার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে, যা কিনা বিজেপির গড় হিসাবে পরিচিত ছিল। স্বাভাবিকভাবেই এ হেন আসনে হারের পর একদিকে যেমন দলের উপরমহল থেকে চাপ আসছে, তেমনই নিচুতলার কর্মীরাও ভেঙে পড়ছেন। সম্ভবত সেকারণেই এই সাফাই দিতে শোনা গেল বিরোধী দলনেতাকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.