Advertisement
Advertisement

Breaking News

Suvendu Adhikari

‘ডিসেম্বরেও গরমের জন্য তৃণমূল দায়ী’, শুভেন্দুর আজব দাবিতে কুণালের খোঁচা ‘বদ্ধ পাগল’

কলকাতার পুকুর ভরাট ইস্যুতে পরিবেশ সচেতনতা প্রসঙ্গে এমন মন্তব্য করেন বিরোধী দলনেতা।

Suvendu Adhikari blames TMC for warm winter at December, Kunal Ghosh taunts with the video clip | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:December 23, 2023 9:11 pm
  • Updated:December 23, 2023 9:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূল বিরোধিতায় সুর চড়াতে গিয়ে এবার আজব দাবি করে বসলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার কাঁথির এক অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, ”এই যে ডিসেম্বরেও শীত নেই, গরম ভাব। তার জন্যেও তৃণমূল দায়ী।” আর তৃণমূলও স্বভাবত এই বিষয়টি নিয়ে মশকরা করতে ছাড়েনি। দলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) শুভেন্দুর সেই বক্তব্যের ভিডিও বলেন, ”বদ্ধ পাগল! মাথার চিকিৎসা জরুরি।”

শুক্রবার কাঁথিতে (Kanthi) ছিল প্রাক্তন সেনাকর্মীদের সমাবেশ। সেখানে আমন্ত্রিত ছিলেন শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি বলেন, ”এই যে ডিসেম্বর মাসে আজকে দাঁড়িয়ে আছেন, শীত লাগছে? আমার তো গরম লাগছে। এর জন্য তো দায়ী টিএমসি।” কিন্তু কেন আচমকা একথা বললেন তিনি? শহরের পুকুর ভরাট নিয়ে কলকাতা পুরসভা যে কড়া পদক্ষেপ নিয়েছে, তা নিয়ে শুভেন্দুকে প্রশ্ন করা হয়। তাতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার বিষয়টি বলতে গিয়ে শুভেন্দুর বক্তব্য, ”কলকাতায় তো পুকুর ভরাট হচ্ছে অনেকদিন ধরে। গত ১০ বছরে ৫০০০ পুকুর ভরাট করা হয়েছে। তার জন্যই তো কোনও ফাঁকা জায়গা আর নেই। এই যে ডিসেম্বরে দাঁড়িয়ে আছেন, শীত লাগছে কি? আমার তো গরম লাগছে। তার জন্যেও তৃণমূল দায়ী।”

[আরও পড়ুন: চাকরিপ্রার্থীদের বিভ্রান্ত করতে গল্প সরকারের! টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার বিকাশের]

বিরোধী দলনেতা যতই পরিবেশ সচেতনতা থেকে একথা বলুন, তাকে হাসির খোরাক বানাতে দেরি করেননি কেউ। তাঁর বক্তব্যের সেই অংশটি ভাইরাল সোশাল মিডিয়ায়। তা নিজের X হ্যান্ডলে পোস্ট করে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ লিখেছেন, ”বদ্ধ পাগল! মাথার চিকিৎসা জরুরি।” তিনি অবশ্য আগেও শুভেন্দুর একাধিক মন্তব্যকে ‘পাগলের প্রলাপ’ বলে তুলনা করেছিলেন এবং পরামর্শ দিয়েছিলেন সুচিকিৎসার। এবার তা আরও জোরাল হল।

[আরও পড়ুন: রবিবার টেট, ‘আইনি জট কাটলেই নিয়োগ’, পরীক্ষার্থীদের আশ্বাস ব্রাত্যর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement