অংশুপ্রতিম পাল, খড়গপুর: বিজেপি নেতার হোটেলে মধুচক্র চালানোর অভিযোগ। পুলিশ অভিযান চালিয়ে খড়্গপুর ১ ব্লকের একটি লজ থেকে ম্যানেজার-সহ চার মহিলাকে গ্রেপ্তার করে। সেখানকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশের দাবি, হোটেল ব্যবসার আড়ালে মধুচক্র চলত তার প্রমাণ মিলেছে। এই ঘটনায় হোটেলের মালিক তথা বিজেপির গ্রাম পঞ্চায়েত প্রধান বিমল দাস (টিঙ্কু)-র বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে। সূত্রের দাবি, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত।
পশ্চিম মেদিনীপুর খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত গোপালীর লজে রমরমিয়ে দেহ ব্যবসা চলছিল বলে খবর ছড়ায়। সেই সূত্র ধরে গতকাল রাতে খড়গপুর গ্রামীণ থানার পুলিশ এসডিপিও-র নেতৃত্বে ওই লজে অভিযান চলে। লজের ম্যানেজার সহ গ্রেপ্তার হয়েছেন চার মহিলা। এদের প্রত্যেকের বাড়ি উত্তর ২৪ পরগনায়। পুলিশ সূত্রে খবর, এই লজের মালিক শুভেন্দু ঘনিষ্ঠ গোপালী গ্রাম পঞ্চায়েত প্রধান বিমল দাস ওরফে টিংকু। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। কিন্তু খোঁজ মেলেনি তাঁর। মূল অভিযুক্তর খোঁজে চলছে তল্লাশি।
পুলিশ জানিয়েছে, ওই হোটেল থেকে সিসিটিভির হার্ডডিস্ক, দুটি ইউপিআই স্ক্যানার উদ্ধার হয়েছে। ওই স্ক্যানারের মাধ্যমে মহিলাদের টাকা দেওয়া হত। এছাড়াও ৩-৪ প্যাকেট কন্ডোম উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক শোরগোল ছড়িয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.