Advertisement
Advertisement

Breaking News

ফের সন্দেহজনক পোস্টারে ঢাকল গোটা চুঁচুড়া পুরসভা, রহস্যভেদে নাকাল কর্তারা

'২ শতাংশ'র পর এবার 'টাটা বাই বাই'৷

Suspicious posters fully covered Chuchura Municipality
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 17, 2018 8:21 pm
  • Updated:July 17, 2018 8:21 pm  

দিব্যেন্দু মজুমদার, হুগলি: বেশিদিন নয়, দুই সপ্তাহ আগের ঘটনা। ‘২ শতাংশ’ পোস্টার ঘিরে রীতিমতো রহস্য দানা বেঁধেছিল চুঁচুড়া পুরসভায়। গোটা পুরসভার আপাদমস্তক ঢাকা পড়ে গিয়েছিল সেই রোমাঞ্চকর পোস্টারে৷ এখনও সেই রহস্যভেদই সম্ভবপর হয়ে ওঠেনি৷ এরই মধ্যে একই কায়দায় পুরসভার অন্দরে কৌতূহল তৈরি করল ‘টাটা বাই বাই’ পোস্টার৷ কারা এই পোস্টার লাগাল, কেনই বা লাগাল, কোন উদ্দেশ্যে লাগাল প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না কেউই৷ সকলের মনে, প্রশ্ন হাজার কিন্তু কোনও উত্তর জানা নেই৷

[গ্রিন সিটি হচ্ছে বালুরঘাট, উদ্যোগ পুরসভার]

Advertisement

পুরসভায় পা রাখার সঙ্গে সঙ্গে দেখা মিলছে পোস্টারের৷ অফিসের ভিতরই হোক বা দেওয়াল, অথবা আলমারি কিংবা বিভাগীয় কক্ষের দরজা সর্বত্র চোখ মেললেই দেখতে পাওয়া যাচ্ছে ‘টাটা বাই বাই’৷ বিষয়টি নিয়ে তেমন একটা মুখ খুলতে চাইছেন না পুরসভার কর্মী থেকে শুরু করে চেয়ারম্যান কেউই৷ তবে কান পাতলে উঠে আসছে একটি চাঞ্চল্যকর তথ্য৷ আগের পোস্টারের সঙ্গে এই পোস্টারের সংযোগস্থাপন করে যুক্তিযুক্ত কারণ একটি ব্যাখ্যা করতে পারছেন পুরকর্মীদের একাংশ৷ তাঁরা জানাচ্ছেন, এতদিন পুরসভায় যেকোনও বিল পাশ করাতে গেলে এক শীর্ষ পর্যায়ের পুর অফিসারকে ২ শতাংশ ঘুষ দিতে হয়৷ তারই প্রতিবাদে ওই ‘২ শতাংশ’ পোস্টার পড়েছিল৷ কয়েকদিন আগেই সেই অফিসারের বদলির নির্দেশ এসে গিয়েছে৷ ফলে সেই কারণেই ব্যঙ্গ করে আবারও ‘টাটা বাই বাই’ পোস্টার লাগান হয়েছে৷

[জামিনে মুক্ত ভাঙড় আন্দোলনের নেতা অলীক চক্রবর্তী]

তবে বিষয়টিকে আমল না দিয়ে ওই রহস্যজনক পোস্টার সম্পর্কে বেশ হাস্যকর বিবৃতি দিয়েছেন পুরসভার চেয়ারম্যান গৌরকান্ত মুখোপাধ্যায়৷ তিনি জানান, বিশ্বকাপ ফুটবলের ফাইনালে ফ্রান্সের কাছে ক্রোয়েশিয়া হেরে যাওয়ায় ওই পোস্টার পড়েছে৷ তবে যারাই করুক না কেন, বিষয়টিকে নজরে রাখা হচ্ছে৷ গতবারের ২ শতাংশ পোস্টার নিয়েও এমনই ভাসা ভাসা মন্তব্য করেছিলেন তিনি৷ জানা গিয়েছে, পুরসভার সিসিটিভিতেও পোস্টার লাগানোর বিষয়টি ধরা পড়েনি৷ ফলে সিসিটিভি লাগানোর উদ্দেশ্যে নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement