Advertisement
Advertisement

Breaking News

লম্বায় ৮ ফুট ২ ইঞ্চি, অতিকায় ‘কাবুলিওয়ালা’কে দেখতে মেলা ভিড় সিউড়িতে  

রবি ঠাকুরের বোলপুরে কাবুলিয়ালাকে দেখার ভিড় সামলাতে হিমসিম খেল পুলিশ।

Suri: Giant 'Kabliwala' draws massive crowd
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 1, 2018 8:02 pm
  • Updated:February 2, 2018 9:40 am  

নন্দন দত্ত, সিউড়ি: সাধারণ মানুষের ভিড়ে অতিমানব! এক, দুই নয় একেবারে ৮ ফুট ২ ইঞ্চি লম্বা এক ব্যক্তি উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে সিউড়িতে। এ দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই থমকে দাঁড়াচ্ছিল পথচলতি মানুষ। ভিড় জমল জেলা প্রশাসনিক চত্বরেও। পরিস্থিতি সামাল দিতে জেলা পুলিশের একটি বাহিনি তাঁকে বিশেষ নিরাপত্তায় মুড়ে গাড়িতে চাপিয়ে বোলপুরের দিকে রওনা করে দেয়।

মোবাইল ব্যবসার আড়ালে সাইকেল-বাইকের চোরাকারবার, জালে ২ অভিযুক্ত ]

Advertisement

শোরগোল ফেলা এই কাবুলিওয়ালার  নাম শের খান। বয়স প্রায় ৪৫। বাড়ি আফগানিস্তানের রাজধানী শহর কাবুলে। দশাসই সেই মানুষটিকে বৃহস্পতিবার সকালে দেখা গেল সিউড়ির প্রশাসনিক চত্বরে। জেলা সদরে  ৮ ফুট ২ ইঞ্চির মানুষটিকে দেখেই থমকে গেল গাড়ি। টাটা সুমো থেকেও লম্বা লোকটিকে দেখে নেমে এলেন অনেকে। শহর জুড়ে তাঁকে ঘিরে নানা গুজব ছড়াতেও শুরু করে।

মোবাইল কানে গাড়ি চালালেই লাইসেন্স বাতিল চালকের ]

সিউড়িতে অভিবাসন দপ্তরে নিজের কাজে এসেছিলেন শের খান। তাঁকে দেখতে এই ভিড় দেখে চরম বিরক্তি প্রকাশ করেন তিনি। কিছুটা বিব্রতও হন। বুধবার রাতেই হাওড়া মালদা ইন্টারসিটি এক্সপ্রেসে চেপে বোলপুরে আসেন তিনি। ট্রেনের কামরাতেও তাঁর মাথা আটকাচ্ছিল না। ট্রেনে চাপতেই তাঁকে দেখতে ভিড় জমে যায়। সেখানেও জিআরপির বিশেষ নিরাপত্তায় তিনি বোলপুরে নামেন। বোলপুরে রবি ঠাকুরের দেশে ‘কাবুলিওয়ালার’ এক আত্মীয় থাকেন। সেখানেই আগামী ছ’মাস তিনি থাকবেন। তাই জেলা পুলিশের অভিবাসন দপ্তরে ভিসার মেয়াদ বাড়াতে তাঁকে আসতে হয়। কিন্তু দপ্তর খোলার আগেই গাড়িতে সিউড়িতে এসে রেজেস্ট্রি দপ্তরে নামেন তিনি। সেখানেই ক্রমশ ভিড় জমতে থাকে। কোনও রকমে একটি বীজ ভাণ্ডারের ভিতরে ঢুকে নিজেকে একরকম লুকিয়েই রাখেন। কিন্তু পুলিশ অফিসে আসার পথে দীর্ঘকায় মানুষটি হেঁটে আসার সময় তাঁকে ঘিরে ভিড় বাড়তেই থাকে। শেষমেষ অফিসের পিছন দিয়ে পুলিশের বাহিনি তাঁকে নিজেদের গাড়িতে চাপিয়ে নেয়। যাবার আগে কাবুলিওয়ালা বলেন, ‘আমি এ দেশে ব্যবসা করতে এসেছি। কিন্তু এরকম ভিড় হলে কী করে ব্যবসা করব?’

[ নিমেষেই সাবাড় পিঁপড়ে, ‘মাংসাশী’ গাছের আতঙ্ক রাজ্যে ]

ছবি: বাসুদেব ঘোষ

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement