Advertisement
Advertisement

পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার সিউড়িতে, পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

সিউড়ি থেকে পুরন্দরপুর যাওয়ার রাস্তায়ই দুটি গাড়ির সংঘর্ষে মৃত ২, আহত ৫।

Suri boils over road mishap
Published by: Tanumoy Ghosal
  • Posted:March 11, 2019 4:12 pm
  • Updated:March 11, 2019 8:06 pm

নন্দন দত্ত, সিউড়ি: পথ দুর্ঘটনায় দু’জনের মৃত্যু, আহত পাঁচজন। সোমবার সকালে রণক্ষেত্রের চেহারা নিল বীরভূমের সিউড়ি। দেরিতে আসার অভিযোগে পুলিশের বিরুদ্ধে ক্ষোভে পড়লেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, একসময়ে ঘটনাস্থল থেকে কার্যত পালাতে হয় পুলিশকর্মীদেরই।

[ কৃষ্ণগঞ্জে কনেযাত্রীর বাসে দুঃসাহসিক ডাকাতি, গয়না ও টাকা লুট]

Advertisement

ঘটনার সূত্রপাত সকাল এগারোটা নাগাদ। সিউড়ি থেকে পুরন্দরপুরে দিয়ে যাচ্ছিল একটি গাড়ি। আর উলটো পথে অর্থাৎ পুরন্দরপুর থেকে সিউড়ি দিকে আসছিল আর এক গাড়ি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় একডালিয়া মোড়ে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান একটি গাড়ির চালক ও এক যাত্রী। এদিকে এই দুর্ঘটনার পর আবার সিউড়ি থেকে পুরন্দরপুর যাওয়ার রাস্তায়ই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। গুরুতর আহত হন পাঁচজন।এরপরই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পুলিশ যখন সিউড়ির একডালিয়া মোড়ে পৌঁছায়, তখন পুলিশকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি এতটাই তেতে ওঠে যে, একপ্রকার বাধ্য হয়েই এলাকা থেকে চলে যেতে হয় পুলিশকর্মীদের। পরে সিউড়ি থানা থেকে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সিউড়ি থেকে পুরন্দরপুর যাওয়ার রাস্তায় সবসময়ই অত্যন্ত বেপরোয়া গতিতে গাড়ি চলে। সোমবার সকালে দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ি ও লরির গতি অত্যন্ত বেশি ছিল। তাই আর নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালকরা। ট্রাফিক নিয়ন্ত্রণ করা তো দূর, দুর্ঘটনার খবর পাওয়ার পরেও অনেক দেরিতে ঘটনাস্থলে এসেছে পুলিশ।  

ছবি: সুশান্ত পাল

[ বিস্ফোরক কিনে বোমা বাঁধার প্রস্তুতি, কবুল মহেশতলায় অগ্নিকাণ্ডে ধৃতদের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement