সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্ট থেকে একদিনের জন্য বাঁকুড়ায় ঢোকার অনুমতি পেলেন বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ তথা এবার ওই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ৷ শীর্ষ আদালতের রায়ে মনোনয়ন পত্র পেশের জন্য ১৬ এপ্রিল থেকে ২৪ এপ্রিলের মধ্যে একদিন বাঁকুড়ায় প্রবেশ করতে পারবেন তিনি৷ এবং মনোনয়ন পেশ করতে পারবেন৷ তবে অন্যান্য অনুমতির জন্য আবারও তাঁকে কলকাতা হাই কোর্টের কাছেই আপিল করার নির্দেশ দিয়েছেন শীর্ষ আদালতের বিচারপতি৷
[ আরও পড়ুন: ভোটে আগ্রহ নেই নারায়ণগড়ের বিস্ফোরণে মৃত দুই যুবকের পরিবারের ]
সূত্রের খবর, এদিন আদালতের সামনে একাধিক ইস্যু দেখিয়ে সৌমিত্র খাঁকে বাঁকুড়ায় প্রবেশ করতে দেওয়ার অনুমতি চান বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীর আইনজীবীরা৷ তাঁরা জানান, যেহেতু সৌমিত্র খাঁ বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী, তাই এলাকায় প্রবেশ করতে না পারলে নির্বাচনী প্রচারও সারতে পারছেন না তিনি৷ এমনকী, মনোনয়নও পেশ করতে পারবেন না৷ জানা গিয়েছে, এরপরই শীর্ষ আদালত তার রায় শোনায়৷ একদিনের জন্য তাঁকে জেলায় প্রবেশের অনুমতি দেওয়া হয়৷ এবং শীর্ষ আদালতের তরফে স্পষ্ট করে বলা হয়, অন্য আরও অনুমতির জন্য সৌমিত্রকে কলকাতা হাই কোর্টে আপিল করতে হবে৷
[ আরও পড়ুন: প্রতিশ্রুতিই সার, ভাঙনের গ্রাসে কাটোয়া-কেতুগ্রামের শতাধিক গ্রাম ]
প্রসঙ্গত, টাকা নিয়ে চাকরি না দেওয়ার অভিযোগে সৌমিত্রর বিরুদ্ধে বিরুদ্ধে মামলা দায়ের হয় বাঁকুড়ার বড়জোড়া থানায়৷ অভিযোগ করেছিলেন তাঁরই পিসতুতো ভাই প্রশান্ত মণ্ডল৷ ঘটনার তদন্ত শুরু করে বাঁকুড়ার বড়জোড়া থানা৷ গ্রেপ্তারি এড়াতে কলকাতা হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেন সৌমিত্র খাঁ৷ আদালত তাঁর গ্রেপ্তারির উপর স্থগিতাদেশ জারি করে। নির্দেশে বলা হয়, ছ’সপ্তাহের জন্য বাঁকুড়া জেলায় ঢুকতে পারবেন না সৌমিত্র। এদিকে জেলায় পুরোদমে শুরু হয়ে গিয়েছে ভোটের প্রচার। প্রচারে নেমে পড়েছে তৃণমূল, সিপিএম ও কংগ্রেস প্রার্থীরা। বেশ কিছুটা হলেও পিছিয়ে রয়েছে বিজেপি৷ এবং প্রার্থীর অনুপস্থিতিতে কীভাবে প্রচার-সহ নির্বাচনী কাজকর্ম সামলানো হবে তা নিয়ে সংশয়ে বিজেপির নিচুতলার কর্মী—সমর্থকরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.