চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসানসোল: এখনও নির্বাচনের দিন ঘোষণা করেনি কমিশন৷ কোনও রাজনৈতিক দলের তরফেও প্রার্থী তালিকা ঘোষণা হয়নি। কিন্তু তার আগেই আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসাবে দেওয়াল লেখা শুরু হয়ে গেল বাবুল সুপ্রিয়র নামে৷
[বিদায় নিয়েছে শীতবুড়ো, ‘আজি বসন্ত জাগ্রত দ্বারে…’]
জানা গিয়েছে, রানিগঞ্জের ৯০ নম্বর ওয়ার্ডে কুমার বাজার এলাকায় বাবুল সুপ্রিয়র নামে দেওয়াল লিখন শুরু করেছেন বিজেপি কর্মীরা৷ যাতে বর্তমান সাংসদকে আরও একবার নির্বাচনে জয়যুক্ত করার আহ্বান জানান হয়েছে৷ যা দেখে অবাক হয়েছেন সাধারণ পথচলতি মানুষ৷ প্রশ্ন উঠতে শুরু করেছে প্রার্থী ঘোষণা হওয়ার আগেই কীভাবে দেওয়াল লিখন শুরু হল কেন্দ্রীয় মন্ত্রীর নামে৷ যদিও এই বিষয়ে বিতর্কের কিছু দেখছেন না খোদ সাংসদ৷ তিনি বলেন, ‘‘এটা মানুষের ভালোবাসার প্রতিফলন। আসানসোলের মানুষ আমাকে যে আবারও চাইছেন, এটা তারই প্রমাণ।’’
[শিলিগুড়ির ইতিহাস বিজড়িত টাউন স্টেশন সম্পূর্ণ মহিলা পরিচালিত হওয়ার অপেক্ষায়]
সূত্রের খবর, রানিগঞ্জ ব্লক সভাপতি শ্যাম সিংয়ের নির্দেশে ৯০ নম্বর ওয়ার্ড এলাকায় দেওয়াল লিখন শুরু করেছেন বিজেপি সমর্থকরা। বেশির ভাগ দেওয়ালে ‘ভোট ফর বিজেপি’ লেখা থাকলেও, দুটি দেওয়ালে প্রার্থীর নাম লিখে দেওয়া হয়েছে। এবং সেই স্থানে নাম রয়েছে বাবুল সুপ্রিয়র৷ এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি বিজেপি৷ তবে কয়েকদিন আগেই ঘাঘরবুড়ি মন্দিরে সস্ত্রীক পুজো দিয়ে দলীয় প্রচার শুরু করেন বাবুল সুপ্রিয়৷ এমনকী, মুকুল রায়ও ইঙ্গিত দিয়েছিলেন বাবুলই প্রার্থী হচ্ছেন। কুলটির একটি অনুষ্ঠানে প্রকাশ্যেই বাবুল সুপ্রিয় জানান, তিনিই প্রার্থী হচ্ছেন৷ এবং আবারও তিনি জয় লাভ করবেন। বিজেপির এই প্রচার কৌশলে স্বভাবতই চাপে পড়েছে তৃণমূল৷ মুখে প্রকাশ করতে না চাইলেও আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি জানান, অন্য দল কাকে প্রার্থী করবে, সে নিয়ে তাঁদের মাথা ব্যথা নেই। তিনি আরও বলেন, ‘‘এরাজ্যের ভোট হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে। কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে৷’’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.