Advertisement
Advertisement

Breaking News

খুন

নিমতা কাণ্ডে ৫ বিজেপি কর্মীর বিরুদ্ধে এফআইআর, নিহত নেতার বাড়ি যাচ্ছেন মমতা

ঘটনার মূলচক্রী বিজেপি নেতা সুমন কুণ্ডু, ধৃত সুপারি কিলার।

Supari killer held in TMC worker murder in Nimta area.
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 6, 2019 11:33 am
  • Updated:June 6, 2019 2:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিমতায় তৃণমূল কর্মী খুনে ধৃত সুপারি কিলার। ধৃতের নাম সুজয় দাস। উত্তরপাড়া থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শটার ও ৩ রাউন্ড কার্তুজ। ঘটনার মূলচক্রী বিজেপি নেতা সুমন কুণ্ডুকেও উত্তরপাড়া থেকেই গ্রেপ্তার করেছিলেন তদন্তকারীরা। ইতিমধ্যেই ৫ বিজেপি কর্মীর বিরুদ্ধে নিমতা থানায় অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবারের সদস্যরা। প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার নিহত তৃণমূল নেতা বাড়ি যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

[আরও পড়ুন: নিমতার পর দিনহাটা, তৃণমূল কর্মী খুনে ফের নাম জড়াল বিজেপির]

মঙ্গলবার ভর সন্ধেবেলায় নিমতায় খুন হয়েছেন উত্তর দমদম পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি নির্মল কুণ্ডু। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধেয় নিমতার পাটনা ঠাকুরতলায় লোকনাথ পুজো চলছিল। পুজো মণ্ডপের কাছেই বসেছিলেন তৃণমূল নেতা নির্মল কুণ্ডু। আচমকাই বাইকে করে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় দু’জন দুষ্কৃতী। মাথায় গুলি লাগে নির্মলের। রক্তাক্ত অবস্থা মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ওই তৃণমূল নেতাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু, শেষরক্ষা হয়নি। হাসপাতালে নির্মল কুণ্ডুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

Advertisement

nimta tmc murder

[আরও পড়ুন: অযোধ্যা পাহাড় রক্ষা করতে ফের আন্দোলন পুরুলিয়ার সামাজিক সংগঠনগুলির]

ঘটনার তদন্তে নেমে ২ অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে একজন সুমন কুণ্ডু। হুগলির উত্তরপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। সুমনকে জিজ্ঞাসাবাদ করতেই সুপারি কিলারের সন্ধান পায় তদন্তকারীরা। জানা গিয়েছে, মুর্শিদাবাদের বড়ঞাঁ থেকে ভাড়া করে আনা হয় শার্প শুটার সুজয় দাসকে। ধৃত বিজেপি কর্মী সুমন কুণ্ডু-ই তৃণমূল নেতা নির্মল কুণ্ডুকে খুনের বরাত দেয় সুজয়কে। পরিকল্পনা মাফিকই মঙ্গলবার খুন করা হয় নির্মলকে। বুধবার বিকেলে উত্তরপাড়া থেকে সুজয়কে গ্রেপ্তার করে পুলিশ। জানা গিয়েছে, নির্মল কুণ্ডুকে খুনের পর তাঁর ভাইকেও হুমকি দেয় অভিযুক্তরা। ইতিমধ্যেই মৃতের পরিবারের তরফে ৫ বিজেপি কর্মীরা বিরুদ্ধে নিমতা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

তৃণমূল নেতা খুনের ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার কালা দিবসের ডাক দিয়েছে তৃণমূল। জেলায় জেলায় প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে তৃণমূলের তরফে। এদিনই নিমতা তৃণমূল কর্মীর বাড়িতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement